এবার দার্জিলিং পুরসভার তরফে একটা নয়া নির্দেশিকা জারি করা হল। সেখানে বলা হয়েছে দার্জিলিং পুরসভার আওতায় যে সমস্ত হোর্ডিং থাকবে সেখানে নেপালি ভাষায় লেখাটা বাধ্য়তামূলক। সেই সঙ্গেই বলা হয়েছে হোর্ডিংয়ে অন্য ভাষꦫা থাকতেই পারে। কিন্তু তার সঙ্গেই নেপালি ভাষা থাকতেই হবে।
গত ৩১ অগস্ট ভানꦆু ভবনে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখান𒉰েই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই নির্দেশিকার কথা জানানো হয়েছে। জিটিএ প্রধান অনীত থাপা এই নির্দেশিকা জারি করেছে।
অনীত থাপা জিটিএ এলাকার মধ্যে নেপালি ভাষায় সাইনবোর্ড রাখার উপযোগিতা সম্পর্কে জানান। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, সাইনবোর্ডে নেপালি ভ♕াষায় সাইনবোর্ড না থাকলে ট্রেড লাইꦡসেন্স বাতিল হতে পারে।
দার্জিলিং পুরসভা সম্প্রতি বোর্ড মিটিংয়ে এনিয়ে আলোচনা করে। দার্জিলিং পুরসভার চেয়ারম্যাඣন দীপেন্দ্র ঠাকুরি জানিয়েছেন, সমস্ত হোর্ডিং ও সাইনবোর্ডে নেপালি ভাষায় লিখতে হবে।♍ অন্য ভাষা সাইিনবোর্ডে থাকতে পারে। কিন্তু সেই সাইনবোর্ড নেপালি ভাষা রাখতেই হবে। যদি এই নির্দেশ না মানা হয় তবে জরিমানার ব্যবস্থা করা হবে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, একটি বেসরকারি কলেজের সোসিওলজির প্রফেসর রোশন তামাং জানিয়েছেন, এই নির্দেশিকা জারি করার মাধ্যমে পুরসভা সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে চাইছে। রোজকার🦄 কাজকর্মে নির্দিষ্ট ভাষার ব্যবহারকে বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে।