মুকুল সরলেও থামেনি বিতর্ক। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে বিতর্ক উসকে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই। তাঁর দাবি, কৃষ্ণ কল্যাণী যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তার কোনও উল্লেখ নেই বিধানসভার নথিতে। পালটা আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।দীর্ঘ বিতর্কের পর গত মাসে PAC-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বিধায়ক মুকুল রায়। প্রথা মেনে বিরোধীদের পাওয়া উচিত এই পদ। কিন্তু বিজেপিত্যাগী মুকুলকে এই পদ দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাঁর পদত্যাগে প্রশ্ন ওঠে, এর পর কি তাহলে PAC-র চেয়ারম্যান হতে চলেছেন বিজেপির কোনও বিধায়ক। কিন্তু দেখা যায়, আরেক বিজেপিত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে PAC-র চেয়ারম্যান পদে বসিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যার জেরে শুরু হয় নতুন বিতর্ক।সবাইকে চমকে দিয়ে বুধবার বিমানবাবু জানান, কৃষ্ণ কল্যাণী যে তৃণমূলে যোগদান করেছেন তার কোনও উল্লেখ নেই বিধানসভার কোনও নথিতে। তাই বিষয়টি জানা নেই তাঁর। সঙ্গে তাঁর দাবি, তিনি যা করেছেন, তা আইন মেনেই করেছেন।এদিন বিমানবাবু বলেন, বিধানসভায় বিজেপি বিধায়ক হিসাবেই নথিভুক্ত রয়েছেন কৃষ্ণ কল্যাণী। তাঁকে নিয়ম মেনেই PACর চেয়ারম্যান করা হয়েছে। আদালতের রাস্তা সবার জন্য খোলা রয়েছে। রাজনীতিতে এঁটে উঠতে না পেরে কেউ যদি আদালতে যেতে চায় তো যেতে পারে।