প্রতিবাদ জানানোর সময় আসলের বদলে নকল কুশপুতুলে জুতো, লাঠি মেরে প্রতিবাদ জানানো হয়। তখন আসল নকল সব একাকার হয়ে যায়। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তেমনটা হল। গত বছর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ। গ্রেফতারির তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার এক মহিলা তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছিলেন। এবার তাঁর মাটির মুর্তিকে লক্ষ্য করে চটি ছোড়ার অভিযোগ উঠল।কাঁকুড়গাছির রেলব্রিজ সংলগ্ন এলাকায় একটি সরস্বতী পুজোর প্যান্ডেলে এই কাণ্ড ঘটিয়েছেন কেউ।ঘটনার পর থেকে উদ্বিগ্ন পুজো উদ্যোক্তারা। কে বা কার এই জুতো ছুড়ে গেল তা জানতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। এক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, ২৪ জানুয়ারি রাতে এই ঘটনা হয়। সেদিন ওই প্যান্ডেলের সামনে দিয়ে শোভাযাত্রা করে একটি প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। ওই শোভাযাত্রা চলে যাওয়ার পরই তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের প্রতীকী মূর্তির সামনে চটি পড়ে থাকতে দেখেন। পুজো উদ্যোক্তারা মনে করছেন শোভাযাত্রা মধ্যে থেকেই কেউ জুতো ছুড়েছে।যদিও মূর্তিটি অক্ষতই আছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে আবার যাতে এমন ঘটনা না হয় সে কারণে মন্ডপের সামনে হাতে লিখে একটি পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে, 'দয়া করে কেউ জুতো ছুড়বেন না। এটি একটি মূর্তি। আসল মানুষ নহে। শুধুমাত্র একটি প্রতীকী মূর্তি।'এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কে এই জুতো ছুড়ল সিসিটিভি ফুটেজ দেখে বের করার চেষ্টা চলছে।কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তিনিই এই পুজোর উদ্যোক্তা। তাঁর মৃত্যুর অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার এই পুজোর দায়িত্বে। এবার পুজোয় থিম 'বঙ্গে বিক্রি বিদ্যা'। নিয়োগ দুর্নীতি নিয়েই এই থিম করা হয়েছে। থিমে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মূর্তি। একটি দাড়িপাল্লায় একদিকে বাসানো হয়েছে সরস্বতীকে। টাকার ভারে ঝুলে গিয়েছে এক দিকের পাল্লা।