ভুবনেশ্বরগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বলে জানা যায়। মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিমানযাত্রীরা মাঝ আকাশে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এরপরই বিমানটি ভুবনেশ্বর না গিয়ে কলকাতায় ফিরে আসে। উল্লেখ্য, বিমানটি কলকাতার দমদম বিমানবন্দর থেকেই ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ভুবনেশ্বর হয়ে বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। (আরও পড়ুন: মাঝ আকাশে উড়ে গেল বিমানের অংশ! বাতাসের টানে ছিঁড়ল🔯 যাত্রীর জামা, উড়ল ফোন)
আরও পড়ুন: কুয়াশায় যাত্রীদের ঝুঁকিতে ফেলছেꦿ ২ উড়ান সংস্থা? নোটিশ হাতে ধরাল DGCA
রিপোর্ট অনুযায়ী, কলকাতা-ভুবনেশ্বর-বেঙ্গালুরু আই৫ ১৫৬৩ উড়ানটি সোমবার বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দর থেকে টেকঅফ করেছিল। নির্ধারিত সময়ের থেকে ৪০ মিনিট দেরিতে বিমানটি ছেড়েছিল। সেই টেকঅফ মসৃণ ভাবেই হয়েছিল বলে দাবি করেছেন🐭 বি🦄মানে থাকা যাত্রীরা। তবে বিমানটি আকাশে উড়ে যাওয়ার প্রায় আধঘণ্টা পর ৫টা ৪০ মিনিট নাগাদ বিমানের যাত্রীরা কিছু একটার বিস্ফোরণ শুনতে পান বলে দাবি করা হয়েছে রিপোর্টে। সেই সময় বিমানে থাকা এক যাত্রাী টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, 'হঠাৎ করেই বিমানে কিছু একটা ফেটে যাওয়ার মতো বিস্ফোরণের আওয়াজন শুনতে পাই। এরপর বিমানটি টার্বুলেন্সের মধ্যে পড়ে। সেই সময় বিমানসেবিকা খাবার পরিবেশন করছিলেন। তবে এই ঘটনার পর তড়িঘড়ি তিনি নিজের আসনে ফিরে গিয়ে সিটবেল্ট লাগিয়ে নেন।'