ব🤪ানতলা চর্মনগরীতে দুর্ঘটনা। বর্জ্য পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন এক শ্রমিক। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। অসুস্থ ওই শ্রমিকের নাম মোহন নস্কর। তিনি ভাঙড়ের মাধবপুর এলাকার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় অন্যান্য শ্রমিকদের মধ্যে। তড়িঘড়ি ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে সুরক্ষা বিধি মেনে চলা হয়েছিল কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।
স্থানীয় স💝ূত্রে জানা গিয়েছে, এদিন ট্যানারি অ্যাসোসিয়েশন পক্🌜ষ থেকে এলাকায় নিকাশি নালা পরিষ্কার করা হয়। সেই সময় বিষাক্♑ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন ওই শ্রমিক তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, ওই শ্রমিককে হাসপাতাল নিয়ে যেতে গিয়ে সমস্যা হয়। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অন্যান্য শ্রমিকরা। তাঁদের অভিযোগ দূর্ঘটনার পরে কোনওভাবেই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। যার ফলে অসুস্থ শ্রমিককে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। ঘটনার খবর শুনে সেখানে ছুটে আসেন ট্যানারি অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ হাসমি। তাঁকে ঘিরে শ্রমিকরা বিক্ষোভ করেন। এই প্রসঙ্গে শাকিল আহমেদ জানান, ‘কী ঘটেছিল তা আমি জানিনা। তবে শুনেছি একজন শ্রমিক কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সাধারণত এই সমস্ত কাজ করতে গেলে সুরক্ষা বিধি মেনে চলতে হয়। এক্ষেত্রে ক্ষেত্রে সুরক্ষা বিধি মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, বানতলা চর্মনগরীর জলশোধনপ্লান্টের শ্রমিকদের কর্মবিরতির জেরে দূষণ ছড়ানোর অভিযোগ উঠছে এলাকায়। ওই জলশোধন প্লান্টের ১৮০ জন কর্মী প্রায় দেড় মাস ধরে কর্মবিরতির ডাক দিয়েছেন। অভিযোগ, এরফলে চর্মনগরীর দূষিত জল আশপাশের গ্রামগুলিতে ঢুকে পড়েছে। রাসায়নিক ♔মিশ্রিত সেই দুর্গন্ধময় জলে টেকা দুষ্কর হচ্ছে স্থানীয়দের। এলাকায় বসবাস করাও কঠিন হয়ে পড়েছে।
শ্রমিকদের কর্মবিরতির জেরে চর্মনগরীর প্লান্টের কাজ বন্ধ। ফলে দূষণ ছড়াচ্ছে আশপাশের গ্রামে। অভিযোগ, বেদেরআটি, গঙ্গাপুর, ঊষপাড়া, সোনাটিꦏকারি, কড়াইডাঙা, মৌশল, কাকুরিয়া, মাকালতলার মতো গ্রামগুলিতে দূষিত জল ঢুকে পড়ছে। ওই দূষিত জল খেয়ে ইতিমধ্যেই দু’টি গরু মারা গিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে এলাকার দূষণ চরমে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। তারই মধ্যে নালা পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোဣড করার লিঙ্ক //h♎tipad.onelink.me/277p/p7me4aup