পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও পথে বেরিয়ে অনেক ক্ষেত্রেই বিপদের সম্মুখীন হয় মানুষকে। পথ𒁏 দুর্ঘটনা থেকে শুরু কꦺরে চুরি, ছিনতাই, শ্লীলতাহানি বা অপহরণের মতো ঘটনা ঘটে। সেখানে দ্রুত পুলিশ প্রশাসনের দ্বারস্ত হতে হয় মানুষকে। সে কথা মাথায় রেখে এবার নিউ টাউন জুড়ে রাস্তার দিক নির্দেশনকারী খুঁটিতে প্যানিক বটম বসাতে চলেছে নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। যেকোনও মানুষ সমস্যায় পড়লে এই প্যানিক বাটনের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
ডেভলপমেন্ট অথরিটির এক আধিকারিক জানিয়েছেন, এনকেডিএ কন্ট্রো🌺ল রুমের সঙ্গে এই প্যানিক বাটন যুক্ত থাকবে। যদি কেউ রাস্তায় কোনও সমস্যার সম্মুখীন হয় তা আইন-শৃঙ্খলার বিষয় হোক বা অন্য কিছু প্যানিক বাটন টিপে পুলিশ প্রশাসনের সঙ্গে🎶 যোগাযোগ পারবেন। প্যানিক বাটনে মাইক্রোফোনও থাকবে যার মাধ্যমে ব্যক্তি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। যদি এটি একটি আইন-শৃঙ্খলার বিষয় হয় এনকেডিএ কন্ট্রোল রুম পুলিশকে সতর্ক করবে।
কর্মকর্তারা বলছেন এই প্যানিক বাটন এনকেডিএ-এর আইটি সেলের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। ইতোমধ্যেই বেশ কিছু রাস্তায় প্যানিক বটম লাগানো হয়েছে। কিন্তু সেগুলি এখনও চালু হয়নি। এনকেডিএ- এর আইটি সেলের সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে। নিউটাউ♑নের বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। স্মার্ট অ্যালার্ট সিস্টেমটি নিরাপত্তা আরও সুনিশ্চিত করবে বলে মনে করছেন বাসিন্দারা। নিউ টাউনের বাসিন্দাদের ফোরামের একটি ছাতা সংগঠন নিউ টাউন ফোরাম অ্যান্ড নিউজ (এনটিএফএন) এর চেয়ারপারসন সমরেশ দাস বলেছেন, ‘কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য এটি একটি কার্যকরী পদক্ষেপ। এর ফলে বাসিন্দারা আরও নিরাপদ বোধ করবে।’