আজ পেশ হল অন্তর্বর্তী বাজেট। ভোটের আগের এই বাজেটের দিকে নজর ছিল গোটা দেশের। বাণিজ্য মহলও বিশেষ করে এই বাজেটের দিকে নজর রেখেছিল। এই বাজেটের মাধ্যমেই ভারতের পরবর্তী দুই দশকের দিশা খুঁজে পেতে চাইছে বাণিজ্য মহল। এরই মাঝে আজ 'বিকশিত ভারতের' কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে 'বাজেট কেমন হল?' এই প্রশ্ন রয়েছে অনেক সাধারণ মানুষের মনেই। আর সেই প্রশ্নের জবাবেই নিজের মতামত প্রকাশ করলেন পিয়ারলেস জেনারেল ফিন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায়। তাঁর মতে এই বাজেট ভারতের 'অমৃত কালের' দিশা দেখিয়েছ। (আরও পড়ুন: শি꧋ক্ষা খাতে মোট বরাদ্দ বাড়ল সামান্য, এক ধাক্কায় UGC-র টাকা কমল ৫৩ শতাংশ!)
আরও পড়ুন: ফ্রি ৩০০ ইউনিট বিদ্ꩲযুৎ, উপকৃত ১ কোটি করদাতা, একনজরে বাজেটের 'নম্বর খেল'
বিবৃতি প্রকাশ করে বাজেট প্রসঙ্গে পিয়ারলেস জেনারেল ফিন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় বলেন, '২০২৪ সালের এই অন্তর্বর্তীকালীন বাজেট ২০৪৭ সালের বিকশিত ভারতের ভিত তৈরি দিয়েছে। সংস্কার,💎 সঞ্চালন, রূপান্তরের মন্ত্রের নীতিতে ভারতের আকাঙ্খাকে তুলে ধরা হয়েছে এই বাজেটে। ২০৩০ সালের আগে ভারত যে ৫ ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার জন্য স্বপ্ন দেখছে, তার বাস🌼্তব রূপায়ণের ভিত গড়েছে এই অন্তর্বর্তী বাজেট।'
আরও পড়ুন: বাজেটে 🏅কর সংক্রান্ত বড় ঘোষণা নির্꧒মলার, লাভবান হবেন ১ কোটি করদাতা
এদিকে আজ ৫৮ মিনিটের বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেন, আগামী পাঁচ বছরে ভারতে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি হবে। বাজেটের শুরুতেই বিজেপি সরকারের গুণগান করে নির্মলা বলেন, '২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী💫 নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে আমাদের সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশবাসীর আশীর্বাদে দেশ এক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। 'সবকা সাথ, সবকা বিকাশ'-কে সামনে রেখে সরকার সেই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। কাঠামোগত সংস্কার করা হয়েছে। দ্রুত বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার আরও সুযোগের জন্য পরিস্থিতি তৈরি করা হয়েছিল। চাঙ্গা হয়েছে অর্থনীতি। ব্যাপকভাবে উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। দেশে একটি নতুন লক্ষ্য এবং আশার সঞ্চার হয়েছে।'
ভারতের বাণিজ্য মহলও এই বাজেটের মাধ্যমে দেশের অগ্রণী যাত্রার পথ দেখতে পাচ্ছেন। বাজেট প্রসঙ্গে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন বন্ধন ব্যাঙ্কের সিইও তথা এমডি চন্দ্রশেখর ঘোষও। তিনি বলেন, '৫ ট্রিলিয়ন ডলারের অর্থ༒নীতির আকাঙ্খার লক্ষ্যে একটি পদক্ষেপ এই বাজেট। অন্তর্বর্তী বাজেট ব্যাপকভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর জোর দিচ্ছে। হাউজিং সেক্টরের উপর ফোকাস করা হয়েছে। সিমেন্ট, পেইন্টস এবং স্টিলের মতো সেক্টরকেও উপকৃত করবে এটা। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নারীর ক্ষমতায়নে ফোকাস করা হচ্ছে। তা অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। অবকাঠামো এবং গ্রামীণ উন্নয়নের উপরে জোর দেওয়া হচ্ছে। ভারতের বৃদ্ধির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এই বাজেট।'