শনিবার ভোরে কিড স্ট্রিটে এমএলএ হোস্টলে এক নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ভোর পাঁচাটা নাগাদ ২ নম্বর গেটের ক্যাম্পাসে কিছু একটা পড়ার শব্দ শোনেন হোস্টেলের কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে আসেন। দেখেন ৪১৯ নম্বর ব্যালকনির মাটিতে পুরুলিয়ার বা𒀰ন্দোয়ানের বিধায়ক রাজীব লোচেন সোরেনের নিরাপত্তারক্ষীর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দেব ঘড়াই। তিনি রাজ্য পুলিশে কর্মরত। বর্তমানে বান্দোয়ানের বিধায়কের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বারান্দা থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। তবে তিনি কি নিজে বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন? নাকি ঝাঁপ দিয়েছিলেন আত্মহত্যার জন্য? নাকি তাঁকে উপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে ꦡতা তদন্ত করছে পুলিশ। দেহ ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ কিছুটা স্পষ্ট হবে। ঘটনাস্থলে ফরেনন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থলে আসেন ডেপুটি পুলিশ কমিশনার। পার্ক স্টিট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পড়ুন। ভাঙা🅰 রাস্তায় চরম দুর্ভোগে পড়লেন রাজ্যের মন্ত্রী, অগত্যা গ𒁃াড়ি ছেড়ে উঠলেন টোটোয়
তবে প্রাথমিক 🗹ভাবে পুলিশ জানতে পেরেছে ওই নিরাপত্তারক্ষী মদ্যপ অবস্থায় ছিলেন। সেই সময় তাঁকে কেউ ঠেলে দিয়েছিল কিনা, না কি তিনি নিজেই পড়ে গিয়েছেন, সেটা এখন তদন্তের ব🌱িষয়।
খবর পেয়ে এমএলএ হোস্টেলে আসেন স্পিকার বিমান বন্দ্যো✤পাধ্যায়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘পরশু দিন ওই বিধায়ক হোস্টেলে আসেন। ওই বিধায়কের সঙ্গেই নিরাপত্তারক্ষীও হস্টেলে এসেছেন। তারপর ভোরবেলায় এই ঘটনা। খুব ভোরে হয়েছে। পরে আমি শুনল꧒াম ভোর পাঁচটায় এই ঘটনা হয়েছে। এটা একটা দুর্ঘটনাও হতে পারে। তবে পুলিশ তদন্ত করছে।’
পড়ুন। টোল ট্যাক্স আদায় ঘিরে ধুন্ধুমার, দুর্গাপুরে ভাঙচুর অফিস, বন্ধ থাকল🤪 বাস পরিষেবা
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর প♓র, তদন্তকারী আধিকারিকরা ওই নিরপত্তারক্ষীর ঘরে ঢোকেন। তল্লাশি করে দেখেন জিনিসপত্🍌র। পরে পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক ভাবে একে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তদন্ত চলছে।