নাগরিক স্বাচ্ছন্দ্য থেকে নিশ্চিন্ততা—এই পরিষেবা দিতে এবার রাস্তায় নামলেন স্বয়ং নগরপাল সৌমেন মিত্র। কয়েকদিন আগেই ময়দানে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন এক যুবক। এমনকী সেই আক্রমণের জেরে রক্তাক্ত হয়ে হাসপাত♊ালে ভর্তি হতে হয়েছিল ওই যুবককে। এই পরিস্থিতিতে পুলিশ আরও সক্রিয় হয়ে ওঠেন। এবার প্রাতঃভ্রমণকারীদের ꦰনিরাপত্তা খতিয়ে দেখতে রবিবার সকালে ময়দানে হাজির হলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
পুলিশ কমিশনার সাতসকালে ময়দানে হাজির হওয়ায় শোরগোল পড়ে যায়। সেখানে পৌঁছে তিনি এলাকার পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখেন। এমনকী পুলিশদের বেশ কয়েকটি নির্দেশ দেন। আজ সকালে হঠাৎ চলে আসেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা ও ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। ময়দান চত্বরে তাঁরা ঘুরে দেখেন। বেশ কয়েকটি সতর্কতা নিতে বলেন পুলিশকে। এমনকী কয়েকজন প্রাতঃভ্🐟রমণকারীদের সঙ্গেও কথা বলে তাঁদের সাহস জোগান।
উল্লেখ্য, গত বুধবার ময়দানের প্রাতঃভ্রমণকারীর উপর ছিনতাইয়ের ঘটনায় এখনও আতঙ্ক রয়ে গিয়েছে। তাই প্রাতঃভ্রমণকারীদের মধ্যে আতঙ্ক দূর করতে নিজেই ময়দানে হাজির হলেন। আগে এমন ছবি দেখা যায়নি। ছিনতাইয়ের ঘট🐎নার পর থেকে আজ পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ময়দানে। এমনকী চলছে পুলিশি টহলদারিও।
প্রাতঃভ্রমণকারীদের অনেকেই পুলিশ কমিশনারকে জানান, হামলার ঘটনায় তাঁরা আ👍তঙ্কিত। সেই রেশ কাটিয়ে উঠতে পারেননি। আবার অনেকে হাঁটতেই আসছেন না। এই কথা শোনার পর তিনি আশ্বস্ত করেন নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে এখানে টহলরত পুলিশকে জানান। ময়দানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশি টহলদারিও বাড়ানো ℱহয়েছে। রবিবার সকালে পুলিশ কমিশনারের ঝটিকা সফরে আশ্বস্ত হয়েছেন অনেক প্রাতঃভ্রমণকারী।