বেসরকারি বাসের ভাড়া নিয়ন্ত্রণে সিন্ডিকেটের একচ্ছত্র রাজত্বে শিলমোহর দিয়ে দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানালেন, এবার থেকে বেসরকারি বাসের ভাড়া আর নির্ধারণ করবে না রাজ্য সরকার। অর্থাৎ মর্জি মতো ভাড়া বাড🌜়াতে পারবেন বেসরকারি বাসমালিকরা। তবে সরকারি বাসের ভাড়া রাজ্য সরকার বাড়াবে না বলে এদিন জানিয়েছেন তিনি।
বাসভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিয়ে মালিক ও জন প্রতিনিদের নিয়ে এস্টিমেট কমিটি গঠন করেছিল পরিবহণ দফতর। সেই কমিটি বাসভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে। তবে সেই সুপারিশ আপাতত সরকার 🌸গ্রহণ করছে না বলে জানান স্নেহাশিসবাবু। প্রশ্ন উঠছে, তাহলে কমিটি গঠন করা হল ক𓂃েন?
এদিন স্নেহাশিসবাবু 𒁏বলেন, ‘সরকারের অবস্থান স্পষ্ট, বেসরকারি বাসের ভাড়ার ব্যাপারটা যাত্রী ও মালিকরা ঠিক করবেন। এর মধ্যে সরকার নাক গলাবে না। তবে কোথাও বেলাগাম ভাড়া নেওয়া হলে যাত্রীরা অভিযোগ করতে পারেন। সেক্ষেত্রে পরিবহণ দফতর পদক্ষেপ করবে।’
এছাড়া এদিন সরকারি বাস – ডিপোর বেসরকারিকরণও ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী। জানিয়েছেন, ‘সরকারি বাস ডিপোয় ২৫ ফুট গভীর বেসমেন্ট তৈরি হবে। সেখানে থাকবে বাস। আর ওপরে থাকবে শ🍸পিং সেন্টার। সেই শপিং সেন্টার তৈরি হবে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে’। বলা বাহুল্য সেই শপিং সেন্টার চালাবে বেস༒রকারি সংস্থাই।