বেসরকারি বাসের ভাড়া নিয়ন্ত্রণে সিন্ডিকেটের একচ্ছত্র রাজত্বে শিলমোহর দিয়ে দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানালেন, এবার থেকে বেসরকারি বাসের ভাড়া আর নির্ধারণ করবে না রাজ্য সরকার। অর্থাৎ মর্জি মতো ভাড়া বাড়াতে পারবেন বেসরকারি বাসমালিকরা। তবে সরকারি বাসের ভাড়া রাজ্য সরকার বাড়াবে না বলে এদিন জানিয়েছেন তিনি।বাসভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিয়ে মালিক ও জন প্রতিনিদের নিয়ে এস্টিমেট কমিটি গঠন করেছিল পরিবহণ দফতর। সেই কমিটি বাসভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে। তবে সেই সুপারিশ আপাতত সরকার গ্রহণ করছে না বলে জানান স্নেহাশিসবাবু। প্রশ্ন উঠছে, তাহলে কমিটি গঠন করা হল কেন?এদিন স্নেহাশিসবাবু বলেন, ‘সরকারের অবস্থান স্পষ্ট, বেসরকারি বাসের ভাড়ার ব্যাপারটা যাত্রী ও মালিকরা ঠিক করবেন। এর মধ্যে সরকার নাক গলাবে না। তবে কোথাও বেলাগাম ভাড়া নেওয়া হলে যাত্রীরা অভিযোগ করতে পারেন। সেক্ষেত্রে পরিবহণ দফতর পদক্ষেপ করবে।’এছাড়া এদিন সরকারি বাস – ডিপোর বেসরকারিকরণও ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী। জানিয়েছেন, ‘সরকারি বাস ডিপোয় ২৫ ফুট গভীর বেসমেন্ট তৈরি হবে। সেখানে থাকবে বাস। আর ওপরে থাকবে শপিং সেন্টার। সেই শপিং সেন্টার তৈরি হবে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে’। বলা বাহুল্য সেই শপিং সেন্টার চালাবে বেসরকারি সংস্থাই।