মাস খানেক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় র্যাগিং নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। তারই মধ্যে এবার র্যাগিংয়ের অভিযোগ উঠেছে আন্🐈টি র্যাগিং কমিটির সদস্যের বিরু♏দ্ধে। পোশাক ফতোয়া জারি করে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এন্টালির সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের। এর ভিত্তিতে এন্টালি থানার পুলিশ মামলা রুজু করেছে । গত বৃহস্পতিবার এই অভিযোগ উঠেছে। এর পরের দিন শুক্রবার এন্টালি থানার পুলিশ আদালতের অনুমতি নিয়ে র্যাগিংয়ের ৪ ধারায় মামলার রুজু করেছে। পাশাপাশি আক্রান্তকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতে ধারা যোগ করেছে পুলিশ।
আরও পড়ুন: স্কুলের হস্টেলেও র্যাগিং, অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর দশমের♌ পড়ুয়াদের
জানা গিয়েছে, প্রথম বর্ষের ওই ছাত্রের পোশাক নিয়ে কিছুদিন আগেই গোলমাল হয়েছিল꧂। তাঁকে পোশাক নিয়ে হেনস্থা করে তৃতীয় বর্ষের পড়ুয়া। সেই ঘটনায় অধ্যক্ষের কাছে প্রথমে ছাত্রটি অভিযোগ জানান। এরপর কলেজের অভ্যন্তরীণ কমিটি ঘটনার অনুসন্ধান করে। পরে বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ জানান অধ্যক্ষ। তবে অভিযুক্ত সমস্ত অভিযꦛোগ অস্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ✅কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। তাছাড়া অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। প্রথম বর্ষের ওই পড়ুয়ার অভিযোগ, অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য তৃতীয় বর্ষের ওই পডুয়া প্রথম বর্ষের ছাত্রদের জিনস টিশার্ট পরতে বারণ করেছিলেন। কলেজে পা ঢাকা জুতো পরে আসার নির্দেশ দিয়েছিলেন।উল্লেখ্য, যে ছাত্রের বিরুদ্ধে এই অভিꦍযোগ উঠেছে তিনি নিজে অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য।