চলতি শীতের মরশুমে বারবার ঠান্ডার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দফায় দফায় কালো মেঘে ছেয়েছে রাজ্যের আকাশ। এর জেরে বারবার বাধা প্রাপ্ত হয়েছে ঠান্ডা উত্তুরে হাওয়া। এই আবহে শীতের বিদায় বেলাতেও ফের এবার ভাসতে চলেছে বাংলা। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যজুড়ে আজ, বৃহস্পতিবার সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি হতে পারে।এদিকে আলিপুরের পূর্বাভাস, বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি এবং ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এর আগে বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি, যা স্বাভাবিক। পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এদিকে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণেও কলকাতা সহ একাধিক জেলায় হতে পারে বৃষ্টি।ভোরের দিকে কুয়াশা থাকলেও আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রসঙ্গত, ডিসেম্বরে পাঁচ বার, জানুয়ারিতে তিন বার এবং ফেব্রুয়ারিতে এখনও পর্যন্ত একবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হয়েছে রাজ্যে। যার জেরে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। উত্তর মেরু থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাস ভূমধ্যসাগর অঞ্চলে এসে জলীয় বাষ্পের সাথে মিশে ঘূর্ণাবর্ত সৃষ্টি করে। এর প্রভাবে ভারতে বাধা প্রাপ্ত হয় ঠান্ডা। সাম্প্রতিককালে এক বছরে এতবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়নি ভারতে। এই আবেহ শীতের বিদায় বেলাতেও আরও একবার ঝঞ্ঝা বাংলাকে ভেজাতে তৈরি হচ্ছে।