Rain in Kolkata: অবশেষে স্বস্তির বৃষ্টি, ভিজল কলকাতা, প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি Updated: 06 May 2024, 07:35 PM IST Satyen Pal Share একেই বলে স্বস্তির বৃষ্টি। প্রতিটি ফোঁটা যেন এনে দিল অপার শান্তি। ভিজল কলকাতা। 1/5অবশেষে বৃষ্টি। স্বস্তির বৃষ্টি। কলকাতায় বৃষ্টি। সোমবার সন্ধ্যায় কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গেই শুরু হয় বিদ্য়ুতের ঝলকানি। দমদম, নাগেরবাজার, এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এদিন সন্ধ্য়া ৭টা ১০ থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়। এদিকে প্রচন্ড গরমের পরে এদিন সন্ধ্য়ায় স্বস্তির বৃষ্টি। 2/5অফিস ফেরত অনেককেই এদিন সন্ধ্য়ায় দেখা যায় ছাতা না খুলে হালকা বৃষ্টিতে ভিজছেন। গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা হু হু করে বাড়ছিল সেই নিরিখে এদিনের বৃষ্টি যেন অনেকটাই আরাম এনে দেয়। 3/5গত কয়েকদিন ধরে কোথায় কত তাপমাত্রা হল তা নিয়েই চর্চা চলছিল বাংলা জুড়ে। এসি, ফ্য়ান, ফ্রিজের দোকানে উপচে পড়া ভিড়। অনেকে কাজ চালানোর মতো সেকেন্ড হ্যান্ড এসি কিনে ঘরে ফিরেছিলেন। তবে এদিন সন্ধ্য়ার বৃষ্টি সব কিছুকে ছাপিয়ে গেল। 4/5কলকাতার একাধিক জায়গায় দেখা যায় বৃষ্টি দেখে আনন্দে আত্মহারা শহরবাসী। এই বৃষ্টি কবে হবে সেই আশাতেই দিন গুনছিলেন তাঁরা। এদিনের বৃষ্টি যেন ইচ্ছা পূরণ করল। 5/5বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। তবে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল কিছুটা মেঘলা। অনেকেই সন্ধ্য়ায় বৃষ্টির আশায় বসেছিলেন। অবশেষে এল বৃষ্টি। তার সঙ্গেই প্রবল বজ্রপাত। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি