নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলের কুঠুরিতে রয়েছেন তৃণমূল 𒁏কংগ্রেসের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কিন্তু জেলে থাকতে গিয়ে এখন তিনি বিরক্ত হয়ে পড়েছেন। আগে একরকম জীবনযাপন ছিল তাঁর। সেখানে বৈভব ধরা দিয়েছিল। এখন সেখানে জেলের খাবার খেয়ে মুখ মেরে দিয়েছে। আর ভাল লাগছে না এসব সাধারণ খাবার খেতে। তাই অসহিষ্ণু হয়ে বিকল্প খাবারের আবদার করেছেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে এখন জেলের খাবারে অরুচি ধরেছে কুন্তল ঘোষের। তাই খাদ্য তালিকায় পরিবর্তন চেয়েছেন কুন্তল ঘোষ।🎀 তিনি জেল কর্তৃপক্ষের কাছে ‘এই খাবার খাওয়া যাচ্ছে না। একটু পরিবর্তন করুন খাবারে’ বলে আবদার করছেন বলে সূত্রের খবর। যদিও জেল কর্তৃপক্ষ সরাসরি খারিজ করে দিয়েছে। তাতে মনমরা হয়ে পড়েছেন কুন্তল ঘোষ। শুধু তাই নয়, জেল কর্তৃপক্ষকে পর্যন্ত তিনি এই বিষয়ে নালিশ করেছেন। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে বন্দি করে রাখা হয়েছে সংশোধনাগারের সাধারণ সেলে। বারবার জামিনের আবেদন চাইলেও তা বাতিল হয়ে যাচ্ছে।
অন্যদিকে সম্প🍎্রতি কয়েকদিন আগে কুন্তল ঘোষ কয়েকজন সহ–বন্দিকে বলেছেন, একই খাবার কি তোমাদের সবসময় ভাল লাগে? কুন্তলের প্রশ্ন শুনে দুই জেল কর্মী বলেন, ‘জেলে তো সবাই সমান ব্রাদার। এখানে তো কেউ লাটসাহেব নয়।’ এই কথা শুনে কুন্তল তাঁদের বলেন, ‘কতদিন এগ চাউমিন খেতে ইচ্ছে করছে। বললেও দিচ্ছে না। এই খাবার খেতে আর পারছি না।’ গোটা বিষয়টি কারারক্ষী সূত্রে মিলেছে। কারারক্ষীদের এই কথা রোজই শুনতে হয়।
আরও পড়ুন: নন্দিনীর পর সরলেন শেখরও, প্রেস সচিবকে সরিয়ে দিলেন র🦹াজ্যপাল আনন্দ বো🤪স
কেন খাবার পরিবর্তনের দাবি কুন্তলের? জেল সূত্রে খবর, যেদিন থেকে কুন্তল ঘোষ জেলে এসেছেন সেদিন থেকে কুমড়ো–আলুর তরকারি, ডাল–রুটি, পেঁপের তরকারি, মাছের ঝোল, ডিমের ঝোল এই দিয়ে ভাত খাচ্ছেন। তাতে তাঁর অরুচি ধরে গিয়েছে। তাই জেলের এই খাবার তাঁর পছন্দ হচ্ছে না। অনেক সময় দুপুর–রাতের খাবার তিনি মুখে তোলেননি। সম্প্রতি একদিন কুন্তল ঘোষ জেল কর্তৃপক্ܫষের কাছে আবদার করেন এগ চাউমিন খাওয়ানোর জন্য। কিন্তু কুন্তলের এই আবদার জেল কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে। সটান তাঁকে জানিয়ে দেন, এটা সম🌳্ভব নয়। তা শুনে কুন্তল হতাশ হয়ে পড়েছেন।