রেশন দুর্নীতি মামলায় ইডির জিজ🐬্ঞাসাবাদ থেকে বেরিয়ে বলেছিলেন, এটা কী দুর্নীতি আমি জানিই না। তার পর মাস ঘুরতে না ঘুরতেই ৭০ লক্ষ ট🥂াকা ফেরত দিতে চেয়ে আবেদন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এমনটাই দাবি করেছে ইডি। প্রশ্ন উঠছে, তাহলে কি ইডির জেরা সামলে বেরিয়ে সাংবাদিকদের সামনে অসত্য বলেছিলেন অভিনেত্রী?
আরও পড়ুন - ইনসাফ দিত ঝড়ের বেগে, পঞ্চায়েত ভোটের মনোনয়নে CPM নেত♎া খুনে গ্রেফতার হয় তাজমুল
পড়তে থাকুন - মানহানির মামলায় ব♎িপুল টাকা জরিমানা করল আদালত, বিপাকে তৃণমূল সাংসদ সাকেত গোখলে
গত ১৯ জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে যান ঋতুপর্ণা। প্রায় ৫ ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে তিনি বলে🐼ন, ‘যে নথি ইডির আধিকারিকরা চেয়েছিলেন তা জমা দিয়েছি। আমি ওনাদের সহযোগিতা করেছি। ওনারাও আমাদের সহযোগিতা করেছেন। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। এর থেকে বেশি কিছু বলতে পারব না।’
রেশন দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের অপসারিত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের🅠 থেকে ঋতুপর্ণা টাকা নিয়েছিলেন বলে ইডি সূত্রে জানা যায়। সূত্রের খবর, রেশন দুর্নীতির প্রায় ৬০ লক্ষ টাকা ঋতুপর্ণার মাধ্যমে টলিপাড়ায় বিনিয়োগ হয়েছে। সেই টাকা ঋতুপর্ণা ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন। তার পরেও ইডিকে কেন ৭০ লক্ষ টাকা ফেরানোর আবেদন তিনি জানালেন তা নিয়ে পশ্ন উঠছে। এব্যাপারে ঋতুপর্ণা সেনগুপ্তের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন - চোপড়া কাণ্ডে মুখরক্ষায় মরিয়া প্রশাসন, থানার আইসিকে ﷺশো কজ, পোস্🥀ট করে জানাল পুলিশ
এর আগে রোজভ্যালি কেলেঙ্কারিতেও ঋতুপর্ণাকে তলব ক🃏রেছিল ইডি। রোজভ্যালির সঙ্গে তাঁর লেনদেন হয়েছে বলেও অভিযোগ ওঠে। এবার রেশন দুর্নীতিতেও জড়াল তাঁর নাম। এবার দেখার, ইডি তার টাকা ফেরতের আবেদন মঞ্জ🍒ুর করে, না কি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আধিকারিকরা।