Riverfront Complex: হাওড়া স্টেশনের কাছেই হবে অত্যাধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স, গঙ্গাপাড়েই অফিস, শপিংমল Updated: 08 Sep 2023, 02:32 PM IST Satyen Pal Share গঙ্গাপাড়েই তৈরি হবে বিরাট কমপ্লেক্স। ইতিমধ্য়েই ই-টেন্ডার করেছে কলকাতা পোর্ট। 1/4এবার কলকাতার গঙ্গার ধারের ছবিটাই আমূল বদলে যেতে পারে। কলকাতা পোর্ট ইতিমধ্য়েই গঙ্গার ধারে বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির ব্যাপারে ই টেন্ডার তথা ই অকশনের আয়োজন করেছে। এককথায় কলকাতার মুকুটে এবার নয়া পালক যুক্ত হতে চলেছে। ছবি সৌজন্যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্স 2/4মূলত আর্মেনিয়ান ঘাট, স্ট্র্যান্ড রোডকে ঘিরে তৈরি হবে এই বিশাল বাণিজ্যিক কমপ্লেক্স। হাওড়া স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি হবে এই কমপ্লেক্স। কাছেই হাওড়া ব্রিজ। সেক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রেও কোনও সমস্যা নেই। এখন যেখানে আর্মেনিয়ান গোডাউন রয়েছে সেই এলাকার কাছাকাছি এলাকায় তৈরি হবে এই বাণিজ্যিক কমপ্লেক্স। ছবি ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্স 3/4সূত্রের খবর, এখানে একাধিক প্রকল্পকে রূপায়ণ করার উদ্যোগ নেওয়া হতে পারে। এখানে বুটিক হোটেল, শপিং মল, অফিস স্পেস, ব্যাঙ্কোয়েট হল বা অডিটোরিয়াম, স্পোর্টস ক্লাব, মাল্টিলেভেল কার পার্কিং করা হবে বলে খবর। সেই সঙ্গেই সূত্রের খবর,আর্মেনিয়ান ঘাটকে যাতে সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা যায় সেটাও দেখা হবে। সেই সঙ্গেই আর্মেনিয়ান ঘাটকে কেন্দ্র করে হেরিটেজ পর্যটনকে বিকশিত করার ব্যাপারেও চেষ্টা করা হবে। এখান থেকে গঙ্গায় ফেরি সার্ভিসের বিকল্প ব্যবস্থা করা হতে পারে। 4/4সব মিলিয়ে একদিকে আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স, অন্যদিকে প্রাচীন কলকাতার গন্ধ দুটোর মধ্য়ে এক অদ্ভূত মেলবন্ধন করার চেষ্টা করা হচ্ছে। (হাওড়া স্টেশন। ফাইল ছবি) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি