রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে। এককথায় প্রেম দিবস। চুমু দিবসের পরের দিনটা কীভাবে উদযাপন করা যাবে তা নিয়ে এখন থেকেই নানা পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই। হলুদ নাকি লাল ঠিক কোন গোলাপ পছন্দ হবে পছন্দের মানুষটির সেটা ভেবেই হয়তো রাতের ঘুম উড়বে অনেকের। তবে প্রেম দিবসে এবার কলকাতায় যে গোলাপের চাহিদা তুঙ্গে উঠবে, সেটা আগেই আঁচ করেছেন ব্যবসায়ীরা। আর সেই নিরিখেইꦏ এবার ১০ কোটির ডাচ গোলাপ এল কলকꦫাতার ফুলবাজারে।
অপূর্ব সুন্দর দেখতে এই গোলাপ। মানে এককথায় সবথেকে প্রিয়জনের মন রাখার পক্ষে যথেষ্ট সুন্দর, এই💧 ডাচ গোলাপ। প্রচুর গোলাপ ট্রেনপথে বেঙ্গালুরু থেকে কলকাতার ফুলবাজারে এসে গিয়েছে বলে খব🌺র। মোটামুটি একটি ডাচ গোলাপের দাম ১০ টাকা থেকে ১৫টাকা পড়তে পারে।
কী এমন রয়েছে এই ডাচ গোলাপের মধ্যে?
ফুলচাষিদের মতে, আসলে এই গোলাপের ডাঁটি একটু লম্বা। অন্তত ১০দিন পর্যন্ত টাটকা থাকে এই ধরনের গোলাপ। অপূর্ব সুন্দর দেখতে এই গোলাপ। কলকাতার বিভিন্ন ফুলবাজারে ইতিমধ্যেই এই ডাচ গোলাপ ছড়িয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহে এই ডাচ গোলাপের চাহিদা একেবারে তুঙ্গে। এদিকে কাল আবার ভ্যালেন্টাইনস ডে। সেক্ষেত্রে গোলাপ কেনার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যেতে পা🌟রে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার পুরোদস্তুর ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ফুল ব্যবসায়ীরা।
মে♉দিনীপুর, রানাঘাট, খিরাই থেকেও প্রচুর গ𝓀োলাপ আসে কলকাতায়।
পাড়ার মোড়ে মোড়ে ফুলের দোকান। আর সেখান থেকে গোলাপ কেনার জন্য যে হুড়োহুড়ি পড়ে যাবে সেটা বলাই বাহুল্য। আর তারই আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন ফুল ব্যবসায়ীরা। তবে শুধু ডাচ গোলাপই নয়, মিন🐻িপাল আর মেকগট জাতীয় গোলাপও থাকবে। সেই গোলাপও মিলছে ফুলের দোকানে। তবে এই গোলাপের দাম তুলনায় কিছুটা কম।
এদিকে ব্যবসায়ীদের আশা গত কয়েকব🐼ছর ধরে অতিমারি পরিস্থিতির জেরে ভ্যালেন্টাইনস ডে তে গোলাপের চাহিদাতে কিছুটা মার খেয়েছিল। তবে এবার গোলাপের রেকর্ড বিক্রি হতে পারে বলে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। সেই মতো সোমবার থেকেই শহর থেকে জেলায় ফুলের দোকান ছেয়ে গিয়েছে লাল গোলাপে। ব্যবসায়ীদের একাংশের দাবি, ভ্যালেন্টাইনস ডে তে লাল গোলাপেরই খোঁজ করেন বেশিরভাগ লোকজন। সেকারণেই এই গোলাপের চাহিদা সবথেকে বেশি থাকে। রানাঘাট, খিরাই থেকেও গোলাপ আসে কলকাতার বাজারে। তবে ডাচ গোলাপের কদরই আলাদা।