নিজের বক্তব্যে অনড় থাকলেন বিধায়ক সাবিত্রী মিত্র। সাংবাদিকদের প্রশ্ন🃏ের জবাবে তিনি জানিয়ে দিলেন, তাঁর বক্তব্য নিয়ে দুঃখপ্রকাশের কোনও জায়গা নেই। বিধায়কের কথায়, তিনি যা বলেছেন সেটাই বাস্তব।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন,‘উনি তো জানেনই সেদিন আমি কোথায় সভা করছিলাম। উনি বলছেন মানিকচকে অথচ আমার সভা ছিলে রতুয়াতে।’ বিধায়ক আবারও বলেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিধানসভায় মুলতুবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবিত্রী মিত্র বলেন,‘ওঁরা আবার কী বিচার চাইতে এসেছেন। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শূর্পণখা বলেন, তৃণমূলকে কুকুরের দল বলেন, তাঁরা কী বিচার চাইতে এসেছেন।’ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বলেছেন, গুজরাটিরা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি। এই মন্তব্যেরও ব্যাখ্যা করে সাবিত্রী বলেন,‘আমি মোটেও তা বলতে যায়✅নি। আমি বলেছি মোদী-অমিত শাহরা যে দল করেন সেই দল অর্থাৎ আরএসএস কোনদিন স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি। তাইই মোদী-শাহর যে কথায় কথায‘ভারত মাতা কী জয়, বলেন। সেই জয়ধ্বনি দেওয়ার অধিকার নেই তাঁদের’। তিনি আরও বলেন,‘আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলিনি। আমি বলতে চেয়েছি ওনারা যে ভাবে শাসন করছেন তাতে দুর্যোধন-দুঃশাসনরা আরও শক্তিশালী হচ্ছে, প্রতিদিন মহিলাদের বস্ত্রহরণ করেছে।’
মালদার মানꦕিকচকের বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার বিধানসভা উতপ্ত হয়। মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু সেই প্রস্তাব ꦉখারিজ করে দিন স্পিকার। পরে বিধানসভা ওয়াকআউট করে বিজেপি বিধায়করা।