আট দশকের উত্তরাধিকার সহ ভারতের অন্যতম জুয়েলারি রিটেলর, ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’ অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার স্মরণে একটি বিশেষ ‘সিয়ারাম কালেকশন’ বাজারে আনল করেছে। এই বিশেষ কালেকশনটি রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের প্রতি ভক্তি, এবং ভগবান রামের পবিত্র প্রাণ প্রতিষ্ঠার সময় সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং সামাজিক ঐক্যের মেলবন্ধনকে সম্মান꧂ জানানোর জন্য তৈরি করা হয়েছে ।
খুব সুন্দর সমসাময়িক ও সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এই ‘সিয়ারাম কালেকশন’। এই কালেকশনে রয়েছে দারুণ ডিজাইনের নেকলেস ও কানের দুল। আদর্শ নেতা হিসাবে রামকে, আদ🍬র্শ স্ত্রী হিসাবে সীতাকে, আদর্শ ভাই হিসাবে লক্ষ্মণকে ও আদর্শ উপাসক হিসাবে হনুমানকে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে এই নতুন কালেকশন।&nbꦆsp;
এই কালেকশনের উদ্বোধন করে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ꦿএমডি এবং সিইও শুভঙ্কর সেন বলেন, ‘রাম মন্দির উদ্বোধনের প্রত্যাশায় ভগবান রামের প্রতি ভক্তির পরিবেশ সর্বত্র স্পষ্ট। রাম মন্দির, রাম সীতার রাজ্যাভিষেক, ও দশ অবতারের মহিমা থেকে অনুপ্রেরণা নিয়েই আমাদের এই নতুন ‘সিয়ারাম কালেকশন’ তৈরি করা হয়েছে। আমরা আশাবাদী যে গ্রাহকরা এই সংগ্রহটিকে সাদরে গ্রহণ করবেন।’
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর এবং মার্কেটিং এবং ডিজাইনের হেড জয়িতা সেন ဣবলেন, ‘রাম মন্দির সারা বিশ্বের ভক্তদের ভক্তির পথকে প্রশস্ত করছে। আমাদের ‘সিয়ারাম কালেকশন’ হল রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মধ্যে প্রেম, শান্তি ও পরিপূর্ণতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যম। আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে এই কালেকশন তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।'
২২꧃ জানুয়🐼ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে আবেগের বাতাবরণ সমস্ত দেশ জুড়ে। এই অনুষ্ঠানে দেখতে বহু মানুষ হাজির হয়েছেন অযোধ্যায়। দেশ জুড়ে সরকারি অফিস অর্ধদিবস ছুটিও ঘোষণা করা হয়েছে।