বিধানসভা উপ নির্বাচ🐓নে ভরাডুবির পরেও উদ্বিগ্ন নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনই বললেন তিনি। তাঁর দাবি, ধূপগুড়ি উপ নির্বাচনে হেরেও লোকসভা নির্বাচনে সেখানে ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। তেমনই নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা ও মাদারিহাটে ২০২৬ সালের বি🐎ধানসভা নির্বাচনে বিজেপিই জিতবে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন - ‘যে IPSরা তৃণমূলের হয়ে ইলেক্টোরাল বন্ডে টাকা তুলেছেন 𓄧তাদের নাম বলুন’
পড়তে থাকুন - জনসংখ্যা প্রায় ২ লক্ষ, জলাজমি ভরিয়েꦫ গজিয়ে ওঠা গুলশন কলোনিতে ভোটার মেরেকেট🐻ে ২,৮০০
শুভেন্দুবাবু বলেন, ‘ভোট তো প্রতীকে হয়। তাছাড়া উপ নির্বাচনের পরিবেশ নেই। দলের আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়ে যখন সিদ্ধান্ত হবে তখন ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা হচ্ছে পদ্মফুল দেখেই করে। তাদের নেতা নরেন্দ্র দামোদরদাস মোদী। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জনজাতিদের স্বার্থ ও অধিকার এটাই হচ্ছে আমাদের মত ও পথ। আমি ধূপগুড়ির উদাহরণ দিয়ে আবার বলছি,ꦉꦜ ডোন্ট গেট ওয়ারিড। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা ও মাদারিহাট ২৬এর ভোটে জিতব। যে ভাবে ধূপগুড়িতে আমরা উপ নির্বাচনে হেরে লোকসভায় ২০ হাজার ভোটে এগিয়ে আছি। এগুলো কোনও ইস্যু নয়।’
আরও পড়ুন - ক💦ল্যাণের দাবি মন্দারমণির হোটেল তৈরি হয়েছে ২০০৯ পর্যন্ত, উপগ্রহ ছবি বলছে অন্য কথা
শনিবার পশ্চিমবঙ্গে ৬ কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনের ভোটগণনা ছিল। গণনায় প্রথম থেকে ৬ কেন্দ্রেই এগিয়ে ছিল তৃণমূল। বেলা বাড়লে দেখা যায় প্রতিটি কেন্দ্রেরই কয়েক গুণ ব্যবধান বাড়িয়ে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। নিজেদের দখলে থাকা একমাত্র কেন্দ্র মাদারিহাটও ধরে র𒅌াখতে পারেনি বিজেপি।