ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভারতের বেশকিছু জায়গায় ইতিমধ্যেই সংক্রমণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। আর এই অবস্থায় কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল জ্বরের মতো লক্ষণের জন্য রোগীদের পরীক্ষা শুরু করেছে। এরমধ্যে বেশ কয়েকজনের করোনা ধরা পড়েছে। গত সপ্তাহে ৬ জন কোভিড পজিটিভ রোগীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এই অবস্থায় অনেক হা♏সপাতাল কোভিড রোগীদের বেড আলাদা করার ওপর জোর দিচ্ছে। আবার কোভিড পরীক্ষার জন্য ক্লিনিকগুলিকে পুনরায় সক্রিয় করছে।
আমরি হাসপাতালে গত ৩০ মার্চ একজন ক✤োভিড রোগী ভরতি হয়েছেন। এছাড়াও, উডল্যান্ডস এবং ফোর্টিস হাসপাতালে যথাক্রমে ৩ এবং ২ জন কোভিড রোগী ভরতি রয়েছে। এরপরেই আমরি হাসপাতাল কোভিড পরীক্ষার ওপর জোর দিয়েছে। আমরিতে ভরতি হওয়া ওই কোভিড রোগীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় প্রথমে তাঁকে আইসিইউতে চিকিৎসা করা হয় এব♚ং পরে আলাদা বেডে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই রোগী স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। আমরি হℱাসপাতালের তরফে জানানো হয়েছে, কোভিড রোগীর সংখ্যা বাড়লে আলাদা ওয়ার্ড করা হবে। সেগুলি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আইসিইউ শয্যাগুলিও চিহ্নিত করা হয়েছে। এছাড়া কলকাতায় আমরি হাসপাতালের তিনটি শাখাতেই কোভিড পরীক্ষা শুরু হয়েছে।
ফোর্টিস হাসপাতালে বর্তমানে দুজন কোভিড রোগী ভরতি রয়েছেন। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লে বেড সংখ্যা আরও বাড়ানো হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এই হাসপাতালে যে দুজন কোভিড রোগী ভরতি রয়েছেন তার মধ্যে একজনের বয়স ৭৪ বছর এবং অপর জনের বয়স ৬৫ বছর। দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাস🍰পাতালের তরফে জানানো হয়েছে।