প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের মন্তব্যের জেরে উত্তাল হল বিধানসভা। এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াকআউক করেন তাঁরা।বিষয়টি ‘রাজ্যের সঙ্গে সম্পর্কিত’ নয়, এই যুক্তি দেখিয়ে বিজেপির আনা প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। তা শুনে বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন করেন, ‘দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান কেন রাজ্যের বিষয় হবে না?’ এর পরই তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যাঁকে ঘিরে এই বিতর্ক সেই মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিরোধী দলনেতা আমার বক্তব্যেj ভুল উদ্ধৃতি টুইট করেছেন। আমি বলিনি ভারতের স্বধীনতা আন্দোলনে গুজরাটিদের কোনও ভুমিকা নেই।’ বিজেপি বিধায়করা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। তার পর তাঁরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। সাবিত্রী মিত্রের সাসপেন্ড চেয়েছেন তারা।মালদার রতুয়া একটি সভায় সাবিত্রীকে বলতে শোনা যায়, ‘মমতাকে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলব।’ এর পাশাপাশি তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে গুজরাটিদের কোনও ভূমিকা নেই। তাঁর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় বিজেপি।