SSC Chairman Update: অবশেষে এসএসসি ভবনে ঢুকল খাবার, গতরাতে কী খেয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার? Updated: 22 Apr 2025, 01:44 PM IST Abhijit Chowdhury অবশেষে খাবার ঢুকেছে এসএসসি ভবনে। এর আগে গতকাল আটকে থাকা এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য কর্মীদের জন্যে খাবার অর্ডার করা হলেও তা ভিতরে ঢুকতে দেননি চাকরিহারারা।