বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে নবম – দশম শিক্ষক নিয়োগে অযোগ্যদের চিহ্নিত করতে শুরু হতে চলেছে ত্রিপাক্ষিক বৈঠক। বৃহস্পতিবার বিকেলে স্কুল সার্ভিস কমিশনের দফতরে বসবে এই বৈঠক। বৈঠকে হাজির থাকবেন, কমিশনের আইনজীবী, মামালাকারীদের আইনজীবী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরা।বুধবার এক নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘নবম – দশমে পুজোর আগেই যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। সেজন্য তিন পক্ষ বৈঠকে বসে আসে অযোগ্যদের তালিকা তৈরি করবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে সেই রিপোর্ট।’ আদালতের নির্দেশে পরদিনই বসতে চলেছে ত্রিপাক্ষিক বৈঠক। মামলাকারীদের দাবি, নবম দশমে বেআইনি নিয়োগের সংখ্যা ১৩ হাজার । তবে আসল সংখ্যা অনেক বেশি বলে দাবি মামলাকারীদের।বুধবারের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ৫ মাস ধরে তদন্ত চলছে। যোগ্য প্রার্থীদের আর অপেক্ষা করানো ঠিক নয়। তদন্ত শেষ করে পুজোর আগেই যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, অকল্পনীয় দুর্নীতি হয়েছে, যা শুনলে সাধারণ মানুষ শিহরিত হবে।এসএসসি নিয়োগ দুর্নীতিতে বৃহস্পতিবার নিম্ন আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। তাদের দাবি, নগদের বিনিময়ে হাতে হাতে দেওয়া হত নিয়োগপত্র।