গরমের ছুটি শেষ। বর্ষার আগমনের মুখে রাজ্যে খুলতে চলেছে স্কুল। মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। আগামী ৫ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শুরু হবে পঠনপাঠন। প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন।গত ২ মে থেকে রাজ্যে শুরু হয়েছিল গরমের ছুটি। তার আগেও তাপপ্রবাহের কারণ দেখিয়ে ১ সপ্তাহ স্কুল বন্ধ রেখেছিল রাজ্য সরকার। সরকারি ছুটির তালিকা অনুসারে ৪ জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই অনুসারেই ৫ জুন থেকে স্কুল খোলার ঘোষণা করল সরকার।গরমের ছুটির পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে অতিরিক্ত ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া বিরতির সময় শিক্ষকরা স্কুলের বাইরে বেরোতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। যা নিয়ে তুমুল ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষকদের মধ্যে।