স্পিকারের জারি করা নিষেধাজ্ঞা উড়িয়ে সোমবার বিধানসভা চত্বরে ফের কর্মসূচির আয়োজন করতে চলেছে বিজেপি। রবিবার ৩ রাজ্যে দলের বিপুল জয়ের পর একথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সোমবার বিধানসভা চত্বরে বিজয় মিছল ও মিষ্টি বিতরণ করবে বিজেপি। গেরুয়া শিবিরের এই কর্মসূচিতে বিধানসভা চত্বর ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।বিধানসভার শীতকালীন অধিবেশনে শুভেন্দুকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শহরে আসেন অমিত শাহ। ধর্মতলায় তাঁর সভার পালটা কেন্দ্রীয় বকেয়ার দাবিতে বিধানসভায় ধরনায় বসে তৃণমূল। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিক্ষোভে মোদী ও শাহের নাম করে চোর স্লোগান দেওযা হয়। শাহের সভা শেষ হতেই বিধানসভা চত্বরে পৌঁছে যান শুভেন্দুবাবু। পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে চোর স্লোগান দিতে থাকেন তিনি। শুক্রবারও চলে ধরনা ও পালটা ধরনা। এর পর স্পিকার ঘোষণা করেন, বিধানসভা চত্বরে কোনও প্রতিবাদসভা করতে গেলে তাঁর অনুমতি নিতে হবে।তবে এদিন বিজেপির জয়ের পর শুভেন্দুবাবু বলেন, আগামিকাল বিজেপি বিধায়করা বিধানসভা চত্বরে বিজয় মিছিল করবেন ও বাইরে মিষ্টি বিতরণ করবেন। শুভেন্দুর এই ঘোষণায় স্পিকারের সঙ্গে তাঁর দ্বন্দ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার কথা। বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। তারই মধ্যে বিজেপির মিছিলে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।বিজেপির পালটা দাবি, স্পিকারের কোনও লিখিত নির্দেশিকা কোনও বিধায়কের হাতে এসে পৌঁছয়নি। আর স্পিকার প্রতিবাদ সভায় নিষেধাজ্ঞা জারি করেছেন। বিজয়োৎসবে কোনও নিষেধাজ্ঞা নেই।