মর্মান্তিক ঘটনা! কড়াই উলটে গরম তেল গায়ে পড়ে ঝলসে গেল বৃদ্ধের শরীর। ঘটনায় মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে সার্ভে পার্ক থানা এলাকার অজয়নগরে। মৃতের নাম চিন্ময়বন্ধু রায় (৭৯)। বৃদ্ধাশ্রম থেকে বেরিয়༒ে তিনি পার্শ্ববর্তী একটি দোকানে তিনি চা, শিঙাড়া খেতে গিয়েছিলেন। সেই সময় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হিন্দমোটরে ঘর🐼 থেকে উদ্ধার একাকী বৃদ্ধেꦑর পচাগলা দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ প্রতিদিনকার মতোই বিকেলে চা শিঙাড়া খেতে বেরিয়েছিলেন। সেই সময় আচমকা দোকানের গরম তেলের কড়াই তাঁর উপর পড়ে। যদিও দো♍কান মালিকের দাবি, আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ। তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। সেই সময় কড়াই ধরতে গিয়ে সেটি তাঁর ওপর পড়ে যায়। তবে স্থানীয়দের বক্তব্য, দোকানের অসাবধানতার কারণে🔜 এই ধরনের ঘটনা ঘটেছে। ওই এলাকায় ফুটপাত ধরে অনেক ভাজাভুজির দোকান রয়েছে। দোকানের অসাধানতার কারণে কোনওভাবে কড়াই উলটে গিয়ে বৃদ্ধের গায়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তবে তাঁর শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ অবস্থায় ছিল। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেছে খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর আগে ওই বৃদ্ধের স্ত্রীর মৃত্যু হয়েছে। তাঁর এক ছেলে তন্ময় রায় কর্মসূত্রে ভিন রাজ্যে পরিবারের সঙ্গে থাকেন। তাই গত মার্চ মাসে তিনি অজয়নগরে ওই বৃদ্ধাশ্রমে ওঠেন তিনি। এখনও পর্যন্ত এই ঘটনায় বৃদ্ধের পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। বৃদ্ধের পুত্র জানান, ময়নাতদন💮্তের পর মৃতদেহ সৎকার করা হবে। তারপরে অভিযোগ দায়ের করার বিষয়ে তাঁরা ভাবনা চিন্তা করবেন।
বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিন্ময় বাবুর কোনও শারীরিক অসুস্থতা ছিল না। তিনি অন্য একজনের সঙ্গে একটি ঘরে থাকছিলেন। এই মুহূর্তে ൩এই আশ্রমে ২৮ জন আবাসিক রয়েছেন। তার মধ্যে দুজন ডিমেনশিয়া রোগী ছাড়া প্রত্যেকেই নিজেদের মতো করে বের হন। কেউ ব্যাঙ্কের কাজে, কেউ অন্যান্য ব্যক্তিগত কাজে আবার কেউ চা খেতে বৃদ্ধাশ্রম থেকে বের হন। সেই রকমই ওই বৃদ্ধ চা খেতে বিকেলে বৃদ্ধাশ্রম থেকে বেরিয়েছিলেন।
যে দোকানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দোকানের মালিক জানিয়েছেন, বৃদ্ধা আচমকা অসুস্থ হয়ে পড়ার সময় কড়াইটিকে অবলম্বন করে ধরেন। সেই সময় কড়াই উলটে পড়ে বৃদ্ধের গায়ে। দোকানের কর্মীরাই তাঁকে হাসপা💦তালে ভর্তির ব্যবস্থা করেন। স্থানীয়দের দাবি, তদন෴্ত হলেই প্রকৃত সত্য জানা যাবে।