অ্যাপ নির্ভর মোটরসাইকেল থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। মর্মান্তিক দুর্ঘটনাট🐓ি ঘটেছে কলকাতা লাগোয়া নিউ টাউনে। নিহত প্রিয়সী পাল (২২) চুঁচড়োর বাসিন্দা। শনিবার বিকেলে এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ।
আরও পড়ুন - পিস্তল নꦏিয়ে স্কুলে এল পড়ুয়া, তৃণমূল 🦂নেতার ‘ভাইপো’র কাণ্ডে তোলপাড়
পড়তে থাকুন - ইংরেজবাজ🧜ারে জঞ্জাল কর, TMC-র খারাপ ফলে༺র জন্যই এমন সিদ্ধান্ত, অভিযোগ বিজেপির
নিহতের মা জানিয়েছেন, শনিবার দুপুরে খেয়ে দেয়ে বাড়ি থেকে নিউ টাউনে গিয়েছিলেন প্রিয়সী। সেখানে একটি সংস্থায় ইন𓆏্টার্নশিপ করছিলেন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তরের ওই ছাত্রী। প্রতিদিনই বাড়ি থেকে নিউ টাউন যাতায়াত করতেন তিনি। শনিবার হাওড়া স্টেশনে নেমে দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য অ্যাপ নির্ভর মোটরসাইকেলে ওঠেন। নিউ টাউনে কোনও কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ছিটকে পড়ে সংজ্ঞা হারান তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে নিউ টাউনের একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রিয়সীর মা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে মেয়ের দুর্ঘটনার খবর জানান। দ্রুত আমরা হাসপাতালে পৌঁছই। সেখানে গিয়ে জানতে পারি ও মারা গিয়েছে।
আরও পড়ুন - ভোটে পরাজিত হয়েই বিয়ের পি🐟ঁড়িতে বসলেন বিজেপি MLA স্বপন মজুমদার, পাত্রী𝔉 কে?
হাসপাতাল স♏ূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় তরুণীর মাথায় হেলমেট থাকলেও তাঁর ঘাড়ের কাছে ধমনী ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে মৃত্যু হয় তাঁর। দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সং🥀গ্রহ করে তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা।