হাতে আর তিনদিন। তারপরই ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেমের দিন। সেদিন বিশেষভাবে পালনের জন্য় এবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেটায় খুশি হওয়া যাবে না। কারণ, এই নির্দেশিকায় এবার ভালবাসার দিনে সোহাগ নয়, গো–হাগের কথা বলা হয়েছে। অর্থাৎ গরুকে আলিঙ্গন বা কাউ হাগ। এই নিয়ে সোশ্যাল মিডিয়া🔯য় ‘মিম’ ছড়িয়ে পড়েছে। কারণ কেন্দ্রের পশুকল্যাণ দফতর নির্দেশিকা জারি করেছে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’র দিন গরুকে আলিঙ্গন করতে হবে। সেটা নিয়ে এবার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টেনে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এদিকে নরেন্দ্র মোদী সরকারের পশু কল্যাণ বোর্ডের আর্জি, ওইদিনে গরুকে জড়িয়ে ধরে ‘গো–আলিঙ্গন দিবস’ উদযাপন করুন গো–প্রেমীরা। কেন্দ্রীয় মৎস্যচাষ, প্রাণী সম্পদ এবং ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালার পক্ষ থেকে জারি করা হয় নির্দেশিকা। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই তা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। ‘কাউ হাগ ডে’🅷 নিয়ে টুইট কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার এবং মহুয়া মৈত্র।
ঠিক কী বলেছেন কুণাল ঘোষ? অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কল্পনার জাল বুনে ব🌳লেন, ‘হয়তো সেদিন দেখতে পাব, নরেন্দ্র মোদী থেকে দিলীপ ঘোষ সবাই গরুর দিকে🌃 ছুটে যাচ্ছেন। আর গরু হাম্বা বলে ছুটে আসছে তাঁদের দিকে।’ তবে কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী সম্পর্কে যা বলেছেন তার কোনও ব্যাখ্যা দেননি। শ🥂ুধু মুচকি হেসে এগিয়ে গিয়েছেন। তবে অনেকে বলছেন, কুণাল হয়তো সেই পুরনো কথা মনে করাতে গরু–ষাঁড়ের প্রসঙ্গ টেনেছেন। নবান্ন অভিযানের সময়ে শুভেন্দুকে মহিলা কনস্টেবলরা আটকে দেন। তারপর তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ডোন্ট টাচ মাই বডি। আই অ্যাম মেল।’
শুভেন্দুকে কী কটাক্ষ করেছেন কুণাল? কাউ হাগ ডে নিয়ে তাঁকে জ🍸িজ্ঞাসা করা হলে তিনি প্রথমে হেসে ফেলেন। তারপর কুণাল ঘোষ বলেন, ‘যার মাথা থেকে বেরিয়েছে, তার মাথা নিয়ে গবেষণা করা উচিত। সেদিন অনেক অদ্ভূত দৃশ্য দেখা যাবে। আমি দেখার জন্য মুখিয়ে আছি, শুভেন্দু অধিকারী কী করেন তার জন্য। শুভেন্দু কি গরুকে আলিঙ্গন করবেন? নাকি ষাঁড়কে?’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থ꧃েকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup