দণ্ডি কাণ্ডে এবার ভাইস চেয়ারম্যানের পদ গেল তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিতে আসা তিন আদিবাসী মহিলাকে দণ্ডি খাটানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার বালুরঘাটে গিয়ে এই ঘটনা নিয়ে কড়া বা♊র্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁরা দণ্ডি কেটেছিলেন, তাঁদের সঙ্গে এ দিন চা চক্রে কথা বলেন অভিষেক। তার পরই রাতে বিজ্ঞপ্তি জারি এই ঘোষণা করে পুর প্রশাসন।
প্রদীপ্তা জেলা তৃণমূলেরও নেত্রী ছিলেন। দণ্ডি কাটার ঘটনা প্রকাশ্যে আসার পর পরই প্রতিবাদে সরব হয় বিরোধীরা। রাষ্ট্রপতিকে চিঠি লেখেন বিজেপির রাজ্য♒ সভাপতি সুকান্ত মজুমদার। প্রদীপ্তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ বার প্রদীপ্তাকে সরানো হল পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে।
তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিকে নিয়ে বিভিন্ন জেলার ঘুরছেন অভিষেক। মঙ্গলবার তিনি ছিলেন বালুরঘাটে। সেখানে তিনি চায়ের আসরে দণ্ডি কাটা তিন মহিলার সঙ্গে সাক্ষাৎ করেন। কথা বলেন। জা🍌নতে চান ঠিক কী𒆙 হয়েছিল সেদিন। এর পর তিনি বলেন, ‘যা ঘটেছে ওনাদের থেকে শুনলাম। এতে আমাদের এক নেত্রী নাম জড়িয়েছে। তাঁর ভূমিকা ছিল বলেই শোনা যাচ্ছে। এই ধরনের ঘটনা কোনও সভ্য সমাজে ঘটে না। এ সব দল কখনই সমর্থন করে না। ব্যবস্থা নেওয়া হবে।’
(পড়তে পারেন। বালুরঘাটে দণ্ডিকাণ্𝓀ডের ৩ মহিলার সঙ্গে সাক্ষাৎ অভিষেকের! তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাঝে চলল চায়ের আসর)
(পড়তে পারেন। দলের ভাবমূর🐲্তি নষ্ট হচ্ছে, তাপস–টিনাকে মুখে কুলুপ আঁটার নির্দেশ তৃণমূলে𝕴র)
তাঁর এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যে রাতে জারি হয় বিজ্ঞপ্তি। সরিয়ে দেওয়া হয় প্রদীপ্তা চক্রবর্তীকে। দলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেন মনে করেছে রাজনৈতিক মহল। এই পদক্ষেপে দলীয় কর্মীদের পাশাপাশি ‘নবজোয়ার’ ‘নতুন তৃণমূল’ কেমন হবে তার বার্তাও জনতাকে দিলেন অভিষেক। 🌸তাঁকে সরিয়ে দেওয়ার পর প্রদীপ্তার কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।