আজ, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু সেই ডাকে তিনি সাড়া দেবেন না বলেই আগেই জানিয়ে দিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডি–কে নির্দেশ দিয়েছিলেন ৩ অক্টোবরের তদন্ত প্রক্রিয়া যেন ব্যাহত না হয়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নয়াদিল্লিতে মানুষের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তাই তিনি এই তলবে সাড়া দেবেন না বলে জানিয়েছেন। এর আগে যতবার ডাকা হয়েছিল তিনি তাতে সাড়া দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের দাবি। সেখানে আগাম কর্মসূচি জেনে ওই দিনে ডাকা নিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ কꦫরতে চাওয়া হচ্ছে বলে অভিষেক দাবি। এই কারণে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।
আজ, মঙ্গলবার আর্জি ‘মেনশন’ হতে পারে ডিভিশন বেঞ্চে। সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল কꦫংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে পূর্ব রেকর্ড দেখে এই তলবের উপর স্থগিতাদেশ দিতে পারে ডিভিশন বেঞ্চ। এমনকী পরে একটি তারিখে ডাকা হতে পারে অভিষেককে। তবে টুইটারে লেখার থেকে বেশি যুক্তি থাকে যদি অভিষেক ইডিকে ইমেল করে না আসার কারণ জানিয়ে দেন। কারণ বিচারপতি অমৃতা সিনহা ইডির অধিকর্তাকে নির্দেশ দিয়েছিলেন, ‘৩ অক্টোবরের তদন্ত যাতে ব্যাহত না হয়’। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক।
এদিকে আজ যদি শেষবেলা পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দফতরে না যান তাহলে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে তদন্তকারী সংস্থাকে। কী করে তাঁরা বোঝাবেন তদন্ত ব্যাহত🔯 হয়নি? উঠছে প্রশ্ন। কারণ এর আগেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তখন তিনি হাজির হয়েছিলেন। তার পরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানে ইডি যা তথ্য দিয়েছিল তাতে ভর্ৎসনা শুনতে হয়। এই মামলা এখন বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে চলছে। তাই এখন দেখার পরবর্তী জল কোন দিকে গড়ায়।
আরও পড়ুন: আজ রাতেই ঝ༒টিকা সফরে নয়াদিল্লি যাচ্ছেন শুভেন্দু, অমিত শাহের সঙ্গে দেখা করতে?
অন্যদিকে ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডসের দুই ডিরেক্টর অমিত এবং লতা বন্দ্যোপাধ্যায়কে (অভিষেকের বাবা–মা) তলব করা হয়েছে। তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করার কথা। তারপর ১০ অক্টোবর আদালতে ইডি কী রিপোর্ট জমা দেয় সেটাও🧸 দেখার বিষয়। ইতিমধ্যেই ইডির অফিসার মিথিলেশকুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, ‘৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়।’ তবে আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘অভিষেক রাজনৈতিক কার্যকলাপের প্রেক্ষিতে চিঠি দিয়ে তদন্তকারী সংস্থার কাছে সময় চাইতেই পারেন। তদন্তকারী সংস্থা আবার তাঁকে তলব করতে পারে।’