কয়লা পাচারকাণ্ডে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। শুক্রবার, ২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক🎉্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লি থেকে আসছেন ইডি আধিকারিকরা বলে সূত্রের খবর। এমনকী কয়লা পাচারকাণ্ডে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও ইডি নোটিশ পাঠিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে। যা নিয়ে আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস? এই সমনের প্রেক্ষিতে দলের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘এটা যে প্রত্যাশিতই ছিল। সেটা গতকালের সভা থেকেই আশঙ্๊কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেটাই বাস্তবায়িত হয়েছে।’ দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘এই সমন আসলে রাজনৈতিক প্রতিহিংসা। আসলে ওরা অভিষেককে ভয় পায়।’
আর কেমন প্রতিবাদ করা হয়েছে? আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় 🌃একটি ভিডিয়ো পোস্ট করা 💖হয়েছে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাখা একটি বক্তব্যের একাংশ তুলে ধরা হয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আজকের এত বড় সমাবেশ, লিখে রাখুন চার পাঁচদিনের মধ্যে ওরা কিছু একটা করবে। কারণ রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই। তাই নিজে দিল্লিতে বসে এখানে সিবিআই–ইডিকে লাগি✱য়েছে। আসুন না মাঠে ময়দানে লড়াই হবে....।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘কেন আপনি এত প্রতিহিংসাপরায়ণ নরেন্দ্র মোদী? সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের জন্য যে ভালোবাসা রয়েছে তা আপনি গ্রহণ করতে পারছেন না। বাংলা আপনার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরেই আপনি আমাদের নেতাদের বিরুদ্ধে ইডিকে এগিয়ে দিয়েছেন। এখনই হাল ছেড়ে দিলেন।’
ঠিক কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কাল ওকে না নোটিশ দেয়। ওকে তো আগেই নোটিশ ধরিয়েছে। ওর বউকেও ধরিয়েছে। এবার ওর বা𒆙চ্চাটাকেও না নোটিশ ধরায়। এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং।’