পথ দুর্ঘটনা বা গাড়ি দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। তারপরেও দুর্ঘটনার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্তে পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তবে কোনও জায়গায় পথ দুর্ঘটনা ঘটলে সেখানে দ্রুত পুলিশ পৌঁছে যেতে পারলে জীবনহানি অনেকটাই কমানো সম্ভব হয়। এই অবস্থায় প্রতিটি বাণিজ্যিক গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটিডি) লাগানো বাধ্যতামূলক করার কথা আগেই জানিয়েছিলেন পরিবহণ দফতর। এর পাশাপাশি, যাত্রীদের বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ💝্চিত করতে গাড়িতে প্যানিক বটন রাখার কথাও বলেছিল পরিবহণ দফতর। সেই মতোই আগামী মাসের মধ্যে তা কার্যকর করতে চায়ছে রাজ্য সরকার।
আগামী মাস থেকে রাজ্যে সমস্ত বাণিজ্যিক এবং যাত্রীবাহী যানবাহনে প্যানিক বটম এবং লোকেশন ট্র্যাকিং ডিভাইসগুলি বাধ্যতামূলক ক🅷রার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনাগ্রস্ত য✅ানবাহনগুলিতে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পরিবহণ মন্ত্রক ২০১৮ সালে এই সিদ্ধান্ত নিয়েছিল। ১৪ নভেম্বর এই নির্দেশ জারি করা হয়েছে।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত বেসরকারি বাস, ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবগুলিতে প্যানিক বটম এবং লোকেশন ট্র্যাকিং ডিভাইসগুলি ইন♑স্টল করতে হবে৷ পাশাপাশি, সমস্ত বাণিজ্যিক দু চাকার গাড়ি, ই-রিকশা এবং অটোতেও তা বসাতে হবে বলে নির্দেশ ཧদিয়েছে।
পরিবহণ দফতর জানিয়েছে, যাত্রীদের বিশেষ 𒊎করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা এই নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক গাড়ির মালিকরাও এไবিষয়ে একমত। তবে তারা এনিয়ে সরকারের কাছে আরও সময় চাইবেন বলে জানিয়েছেন। পাশাপাশি, এগুলি গাড়িতে না বসানো হলে রুট পারমিট এবং ফিটনেস সার্টিফিকেট আটকে রাখা হবে বলেও জানানো হয়েছে।