আজ রাজ্যজুড়ে ‘খেলা হবে দিবস’ পালন করছে তৃণমূল কংগ্রেস। সেই খেলা হবে দিবসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিরূপ সাজিয়ে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়ালো তৃণমূল। আর তার গায়ে লেখা হলো, ‘আমি চোর।’ দড়ি টানতে টানতে ঘুরিয়ে বেড়ানো হল গোটা মিছিল। এমন দৃশ্য ধরা পড়লো কলকাতার মানিকতলাযᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ়।
খেলা হবে ꦐদিবস উপলক্ষে আজ মানিকতলাতে বিশেষ কর্মসূচির আয়োজন করে তৃণ🤡মূল কংগ্রেস। মানিকতলা থেকে রাজবাজার পর্যন্ত এই মিছিল হয়। সেই মিছিলেই শুভেন্দু অধিকারীর প্রতীকী সাজিয়ে এক ব্যক্তিকে নামানো হয়। ওই ব্যক্তির মুখে শুভেন্দুর মুখের আদলে মুখোশ ছিল আর কোমরে ছিল নাইলনের দড়ি। এদিনের মিছিলে ছিলেন স্থান♉ীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী। তিনি বলেন, ‘আমরা মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণ প্রকল্প গুলির কথা তুলে ধরেছি। সেই সঙ্গে কেন্দ্রের জনবিরোধী নীতি, পেট্রোল-ডিজেল, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়েও আমরা প্রতিবাদ জানিয়েছি।’ শুভেন্⛄দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, ‘নারদ ও সারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই ও ইডির কাছে অভিযোগ রয়েছে। সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন সারদার কর্তা। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থা এখনও কোনও পদক্ষেপ করছে না। এইভাবে ইডি এবং সিবিআইয়ের ভয় দেখিয়ে মমতাকে থামানো যাবে না।’