রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার বেড়েছে। পজিটিভিটির হারও বেশি। চিকিৎসকরাও জানাচ্ছেন, করোনার চতুর্থ ঢেউ দেশে আছড়ে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও এইꦿ রাজ্যের মানুষের মধ্যে করোনার বুস্টার ডোজ নেওয়ার ব্যা🧸পারে অনীহা রয়েছে। ফলে এই রাজ্যে মজুত থাকা টিকা অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে স্বাস্থ্য দফতর।
রাজ♍্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অনেক ক𓃲্ষেত্রেই দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ডোজ ও𝄹 বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনীহা রয়েছে। রাস্তাঘাটে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। টিকা ঠিকভাবে না নেওয়ার কারণে রাজ্যে মজুত অনেক টিকার মেয়াদ শেষ হয়ে গেছে। অনেক টিকা রয়েছে, যা কিছু সময়ের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এই পরিস্থিতিতে জেলায় বিভিন্ন স্টোরে মজুত থাকা যে সব টিকার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাবে, সেই সব টিকাকে বাগবাজারে ভ্যাকসিন স্টোরে নিয়ে আসা হচ্ছে। এই বাগবাজারের ভ্যাকসিন স্টোর থেকে চাহিদা অনুযায়ী ভ্যাকসিন বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। জানা যাচ্ছে, ইতিমধ্যে ১০ লাখ ডোজ পাঠানো হয়েছে পটনায়। আগামীকাল হায়দরাবাদে আড়াই লাখ ডোজ আগামীকাল পাঠানো হবে।