তৃণমূল নেত্রীর মঞ্চ মানেই কোনও না কোনও অনন্য় বিষয় দেখতে অভ্যস্ত বঙ্গবাসী। এর আগে একাধিক অবস্থান বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখা যেত ধর্না মঞ্চেই ছবি আঁকতে, কবিতা লিখতে। তবে এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার রেড রোডে মুখ্য়মন্ত্রীর অবস্থান বিক্ষোভ স্থলে আচমকাই একটি ওয়াশিং মেশিন হাজির করা হয়। মমতার মঞ্চে এভাবে ওয়াশিং মেশিন দেখে হতবাক হয়ে যান অনেকেই। তবে ধীরে ধীরে বিষয়টি অনেকেই বুঝতে পারেন।আসলে সবটাই ছিল প্রতীকী। প্রথমে সেই ওয়াশিং মেশিনে কালো রঙের কিছু কাপড়কে ভেতরে দেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ কালো রঙের কাপড় প্রতীকী অর্থে কাচতে দেন তিনি। আর তারপরেই সাদা কয়েকটি কাপড় তিনি ওই ওয়াশিং মেশিনের ভেতর থেকে টেনে বের করেন। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ কয়েকজন এই কর্মসূচি পালনে সহায়তা করেন নেত্রীকে।এদিকে নেত্রী যখন একে একে কালো কাপড় মেশিনের মধ্য়ে দিয়ে সাদা কাপড় বের করে আনছিলেন তখন আচমকা শোনা যায় মঞ্চ থেকে নেপথ্যে জোরালো আওয়াজ ওয়াশিং মেশিন, ভাজপা ভাজপা ।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের পক্ষ থেকে বার বারই অভিযোগ করা হয়, নানা দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পরে কেউ যদি বিজেপির ওয়াশিং মেশিনে চলে যান তবে তিনি একেবারে ধোপদুরস্ত হয়ে যান। এনিয়ে রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নানাভাবে নিশানা করে তৃণমূল। মূলত তৃণমূলের তরফে দাবি করা হয়, নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল তিনি টাকা নিচ্ছেন। ক্যামেরায় ধরা পড়েছিল সেই ছবি। সেই সময় অন্য়ান্য তৃণমূল নেতাদের সেই ধরনের ছবি দেখা গিয়েছিল। তবে বিজেপিতে যাওয়ার পরে শুভেন্দুকে তলব করল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তৃণমূলের অন্য়ান্য নেতা মন্ত্রীদের এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছিল। তবে কি মঞ্চে ওয়াশিং মেশিন এনে এদিন কার্যত শুভেন্দু অধিকারীকেই নিশানা করলেন মমতা? এদিন বিকালে ধর্না মঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনিও এদিন শহিদ মিনারের সভা থেকে বিরোধীদের নিশানা করে তির ছোঁড়েন।তবে তৃণমূলের এই উদ্যোগকে চমক বলেই উল্লেখ করেন বিরোধীরা। তাদের দাবি, এসব চমক দেখিয়ে কোনও লাভ হবে না। গোটা বাংলা জানে কারা চোর। সেই ছবি বার বারই সামনে আসছে।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup