দুর্গাপুজোকে ঘিরে একদিকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। আর একদিকে ব্যবসা হয়। এমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটাই মারাত্মক আকার নিয়েছে বলে আজ, বুধবার দুর্গাপুজোর পর সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দুর্গাপুজোয় কত টাকার ব্যবসা হয়েছে সেই হিসাবও তুলে ধরেন মমতা বন্দ্য꧙োপাধ্যায়। এখানেই শেষ নয়, ব্রিটিশ কাউন্সিলের সমীক্ষার তথ্য সামনে নিয়ে এসে দুর্গাপুজোয় ৭২ হাজার কোটি টাকা ব্যবসা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজোকে কেন্দ্র করে মানুষের হাতে টাকা এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। আর এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুর্গাপুজো খুব শান্তিতে মিটেছে। আর সকলের সহযোগিতায় সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। এবার দুর্গাপুজো যে উচ্চতায় উঠেছে, আগামীদিনে আমরা তা আরও ভালভাবে করব। ব্রিটিশ কাউন্সিল একটা রিসার্চ করেছে। ২০২২ সালে বলেছিল ৩৮ হাজার কোটি টাকার ব্যবসা করেছে। এবার তারা বলেছে, অফিসিয়ালি 💙৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। তবে আমার ধারণা ৮০–৮৫ হাজার কোটি টাক🎉া ছাড়িয়ে যাবে। এই টাকাটা মানুষের হাতেই যাবে। প্রায় ৩ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে দুর্গাপুজোয়। গরীব মানুষগুলি, যাঁরা লোকশিল্পী তাঁদের কাছে বড় পাওনা। বাংলাকে নানান দিক দিয়ে তাঁরা তুলে ধরেছেন।’
আজ নবান্নের সাংবাদিক বৈঠকে কলকাতা থেকে জেলা—সর্বত্র দুর্গাপুজোরই ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর আয়োজনে কমিটিগুলির সুস্থ প্রতিযোগিতা অত্যন্ত ভাল বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি, মা রক্ষা করেছেন। হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্টান সকলে মিলে আমরা দুর্গাপুজো করেছি। আর কার্নিভাল শুধু কলকাতায় নয়, জেলাতেও হয়েছে। কলকাতায় তো ১০০টা দুর্গাপুজো প্যান্ডেল দারুণ শো করেছে। জেলায় জেলায়ও কার্নিভাল হ🤪য়েছে। এখন তো দুর্গাপুজো ১০ দিন ধরে হচ্ছে। সব মিলিয়ে যে পরিমাণ কার্নিভাল হয়েছে💎 সেটার সংখ্যা যোগ করলে, পৃথিবীর যে কোনও কার্নিভালকে ছাড়িয়ে যাবে।’
আরও পড়ুন: ‘কিছুই প্রমাণ হল না অথচ চোর বানিয়ে দিলেন’, জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়ালেন😼♔ মমতা
আর কী জানা যাচ্ছে? কয়েক বছর ধরে কলকাতায় দুর্গাপুজোর পর রাজ্য সরকারের পক্ষ থেকে কার্নিভালের আয়োজন করা হয়। কলকাতার সেরা দুর্গাপুজো কমিটিগুলি অংশ নেয় সেই কার্নিভালে। এবারেও ১০০টি দুর্গাপুজো কমিটি অংশ নেয় রেডরোডের শোভাযাত্রায়। রাজ্যের বিভিন্ন জেলাতেও হয়েছে দুর্গাপুজো কার্নিভাল। বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে সেরা পুজোগুলি। গত ২৬ অক্টোবর রাজ্যের ব𓆏িভিন্ন জেলায় আয়োজিত হয় দুর্গাপুজো কার্নিভাল। আর ২৭ অক্টোবর কলকাতার রেড রোডে ছিল দুর্গাপুজোর শোভাযাত্রা। যেখানে উপ🍰স্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।