আগামী বৃহস্পতিবার ছট পুজো। তার আগে পুলিশি নিরাপত্তা থেকে শুরু করে ঘাট পরিষ্কার এবং পুণ্যার্থীদের সুবিধা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করল পুর ও নগর উন্নয়ন দফতর। ছট পুজো উপলক্ষে ১১ দফা নির্দেশ জারি করা হয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখার পর𒊎 বুধবারের মধ্যে সমস্ত পুরসভা🤪র আধিকারিকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে দফতর।
আরও পড়ুন: ছট পুজো ২০২৪ শুরু ♎কবে থেকে? তারিখ, তিথির সঙ্গেই দেখে ন🅰িন পুজোর আচার
নির্দেশে বল꧋া হয়েছে, ছট পুজোর জন্য নদীঘাট ❀এবং জলাশয়ের ঘাটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এর জন্য পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের কর্মীদের নিয়ে টিম তৈরি করে সফাই অভিযানে নামতে হবে। পুজোকে ঘিরে যাতে নদী ঘাট বা জলাশয় দূষণ না হয় তার জন্য সেই জায়গাগুলিতে বড় মাপের ডাস্টবিন রাখতে হবে। ভক্তরা পুজোর উপাচার জলে ফেলার সঙ্গে সঙ্গে সেগুলি তুলে সেই ডাস্টবিনে রাখার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি পুণ্যার্থীদের সচেতন করতে হবে, যাতে তারা পুজোর পর নোংরা জলে না ফেলে ডাস্টবিনে ফেলেন। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধায় প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মহিলাদের পোশাক বদলের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ পুর ও নগরোন্নয়ন দফতরের।