সাম্প্রতিক সময়ে রাজ্যে মাদক পাচার বেড়েছে। গত কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করার পাশাপাশি একাধিক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এক্ষেত্রে উত্তরবঙ্গেকে সেফ করিডর হিসেবে ব্যবহার করছে মাদক পাচারকারীরা। আর সেই রাস্তা ধরেই ভিন রাজ্য থেকে এমনকী বিদেশ থেকেও মাদক পৌঁছে যাচ্ছে গোটা বঙ্গে। এই অবস্থা🃏য় মাদক পাচার রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্য পুলিশ। এর জন্য অ্যান্টি নার্কোটিস টাস্ক ফোর্স (এএনটিএফ) গঠন করতে চাইছে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই এ বিষয়ে নবান্নের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে নবান্নের সবুজ সংকেত মিললেই অ্যান্টি নার্কোটিস টাস্ক ফোর্স গঠন হবে।
আরও পড়ুন: ছাগলের ব্🔯যবসার আড়ালে বড়সড় মাদকের চক্র, গাইঘাটার দম্পতির কীর্তিতে চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যান্টি নার্কোটিস টাস্ক ফোর্স কাজ করবে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অধীনে। মাদক পাচার সংক্রান্ত খবর পেলেই পদক্ষেপ করবে এই বিশেষ বাহিনী। এনসিবির মতোই কাজ করবে এই বাহিনী। সে ক্ষেত্রে মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি মাদক সংক্রান্ত তথ্যও সংগ্রহ করবে তারা। কীভাবে এই বাহিনী গঠন করা হবে সে বিষয়ে নবান্নের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য পুলিশ। সে ক্ষেত্রে একজন পুলিশ সুপারের অধীনে এই টাস্ক কোর্স কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। তাঁর অধীনে থাকবেন দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ২ ডিএসপি, ২ ইনসপেক্টর, ১৬ জন সাব ইনসপেক্টর ও ১২০ জন কনস্টেবলকে নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। তা﷽ঁদের বিভিন্ন জেলায় মাদক-বিরোধী অভিযানে পাঠানো হবে।