🦄 আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ রাজ্যজুড়ে থানা ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি পালন করা হল। এই কর্মসূচিতে এদিন রাজ্যজুড়ে প্রায় ১০০টি থানায় শুদ্ধিকরণ অভিযান চালায় বিজেপির মহিলা মোর্চা। এর অংশ হিসেবে এদিন বিভিন্ন থানার সামনে গঙ্গার পবিত্র জল ছিটিয়ে এবং ঝাড়ু দিয়ে ও গোবর ছিটিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় এদিন এই বিক্ষোভ করে পরে বিজেপির মহিলা মোর্চা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী আগে ঠ✤িক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা
উত্তর কলকাতায় মহিলা মোর্চার পক্ষ থেকে ডিসি অফিসের সামনে গঙ্গাজল এবং ঝাড়ু নিয়ে শুদ্ধিকরণ অভিযান চালানো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দলের মহিলা কর্মী সমর্থকরা ডিসি অফিসের সামনে পৌঁছে যায়। সেখানেই তারা গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। মহিলাদের এই অভিযানে সামিল ছিলেন দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়, পꦰূর্ণিমা চক্রবর্তী, নেতা তমোঘ্ন ঘোষ সহ বিজেপির একাধিক মহিলা ও পুরুষ কর্মীরা। এরফলে মানিকতলায় যানবাহন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।
অন্যদিকে, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বেহালা থানার সামনে বিক্ষোভ কর꧃্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা। সেখানে পুলিশের সামনেই গোবর জল ও গঙ্গাজল দিয়ে রাস্তা পরিষ্কার করেন কর্মী সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত গঙ্গাজল ছেটান মহিলা মোর্চার কর্মীরা।