ইদানিং ক্যাব চালকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। সেক্ষেত্রে রাতের শহরে গন্তব্যস্থলের আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে, অথবা অন্য রুটে নিয়ে যাওয়া হচ্ছে বা অশালীন আচরণ করা হচ্ছে। আর তার ফলে রাতের শহরে ব্যাপক সমস্যায় পড়ছেন মহিলা যাত্রীরা।🐷 অনেক ক্ষেত্রেই রাতের শহরে তাদের একা হেঁটে তাদের যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এরফলে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন থেক♛ে যাচ্ছে। এই অবস্থায় মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর।
আরও পড়ুন: বেঙ্গালুুরুতে ৭৩০ টাকায় বুক করা ক্যাবে কলক🐲াতার ছেলের বিল এল ৫০০০ টাকা বেশি!
জানা গিয়েছে, মহিলা যাত্রীদের ফোন করে খোঁজ খবর নেবে পরিবহণ দফতর। ♉বিশেষ করে রাতের দিকে মহিলা যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছেছেন কিনা বা সেখানে পৌঁছতে তাদের কোনও সমস্যা হয়েছে কিনা ফোন করে তা জান🧜তে চাইবেন পরিবহণ কর্মীরা। সেক্ষেত্রে কোনও যাত্রীর কাছ থেকে অভিযোগ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে জানা হবে কোথায় সংশ্লিষ্ট ক্যাব রয়েছে। তারপর সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হবে। তার প্রেক্ষিতে পদক্ষেপ করবে পুলিশ।
সাধারণত কলকাতা এবং লাগোয়া শহরতলি এলাকায় ২৫ হাজারেরও বেশি ক্যাব চলে। অনেক মহিলা যাত্রী রয়েছেন যারা সন্ধ্যা থেকে শুরু করে ভোররাত পর্যন্ত ক্যাব বুক করে থাকেন꧃। রাতের শহরে তারা একাই যাত্রা করেন। তাই এই সমস্ত মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এরকম পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর। এই সমস্ত ক্যাব🍸গুলির সিংহভাগই তিনটি সংস্থার অধীনে রয়েছে। সেই সমস্ত সংস্থাগুলিকে পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে যে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত যে সমস্ত মহিলা যাত্রীরা ক্যাব বুক করবেন তাদের ফোন নম্বরের তালিকা পরিবহণ দফতরে দিতে হবে। এরপর পরিবহণ কর্মীরা নম্বর ধরে ধরে ফোন করে তাদের সুরক্ষার বিষয়ে খোঁজ-খবর নিবেন।
বর্তমানে ক্যাব থেকে শুরু করে প্রাইভেট প্যাসেঞ্জার গাড়িতে ভেহিকেল লোকেশন ট্রাকিং ডিভাইস রয়েছে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, কোন মহিলা যাত্রী নিরাপত্তার অভাব বোধ করলে বা সমস্যায় পড়লে তিনি কন্ট্রোল র༒ুমে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। তাতে পুলিশ প্রয়োজনীয়ꦰ ব্যবস্থা নেবে।
এর পাশাপাশি প্রতিটি গাড়ির মধ্যে পরিবহণ দফতর এবং পুলিশের হেল্প লাইনের নম্বর বড় করে লিখে দিতে হবে, যাতে যাত্রীরা সহজেই তা বুঝতে পারেন। সে ক্ষেত্রে কোনও যাত্রী সমস্যায় পড়লে ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন। জানা গিয়েছে, কন্ট্রোল রুম থেকে ফোন করে মহিলা যাত্রীদের স♑ুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ওই হেল্প লাইনে ফোন করার বিষয়ে যাত্রীদের মধ্যে প্রচার চালানো হবে।