করোনা সংক্রমণ রুখতে মধ্য কলকাতার বড় বাজারের একাংশ শহরের বাইরে সরিয়ে ফেলার ♌পরিকল্পনা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, মূলত লরিতে পণ্য বোঝাই ও পণ্য গাড✤়ি থেকে নামানোর কাজটি করা হবে শহরের বাইরে।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় থাবা বসিয়েছে করোনা। বিশেষ করে বড়বাজার ও সংলগ্ন এলাকাগুলিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ রোধে এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেও লাভ হচ্ছে না। কারণ, বড়বাজারের ওই সব এলাকায় নিয়মিত ঢুকছে ভিনরাজ্যের লরি। তার সঙ্গে ঢুকছেন ভিনরাজ্যের চালক ♏ও খালাসিরা।
সমস্যা সামাধানে তাই বড়বাজারের পণ্য বোঝাই ও পণ্য খালি করার কাজ শহরের বাইরে নিয়ে যেতে চাইছে সরকার। সেখানেই খ🎃ালাস ๊করা হবে ভিনরাজ্যের ট্রাকগুলিকে। তার পর সেখান থেকে এরাজ্যের গাড়ি করে সেই সব পণ্য নিয়ে আসতে হবে বড়বাজারে।
ইতিমধ্যে কলকাতা পুলিশকে বিকল্প জায়গা খোঁজার দায়িত্ব দিয়েছে 🧸সরকার। জনবিরল সেই জায়গাতেই চলবে পণ্য খালাসের কাজ।&nbs🌜p;
🐬তবে বড়বাজারের পট্টিগুলি সরকারের সরানোর কোনও পরিকল্পনা নেই বলেই জানা গি൲য়েছে।