সোমবারের পর মঙ্গলবারও পশ্চিমꩲবঙ্গে জারি রইল করোনার অধোগতি। যৎসামান্য হলেও, এদিনও কমল করোনা অ্যাক্টিভের সংখ্যা। পশ্চিমবঙ্গে মঙ্গলবার নতুন আক্রান্ত ২,১𝔉৩৪ জন। আর সুস্থ হয়েছেন ২,১০৫ জন। সঙ্গে মৃত্যু হয়েছে ৩৮ জনের। যার ফলে পশ্চিমবঙ্গে করোনা অ্যাক্টিভের সংখ্যা কমেছে ৯। সঙ্গে বেড়েছে সুস্থতার হারও।
এদিন পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,৯৬৪। মোট সুস্থ হয়েছেন ৪২,০২২ জন। মোট মৃত্যু ১,৪৪৯ জনের। পশ্চিমবঙ্গে মঙ্গলবার করোনা অ্ꦏযাক্টিভ ছিলেন ১৯,৪♓৯৩ জন।
মঙ্গলবার রাজ্যে ১৭,০২১টি ক♛রোনার নমুনা পরীক্ষা হয়েছে। যার ফলে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৮.৩৯ লক্ষ।
এদ༺িনও সব থেকে বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে কলকাতায়। সেখানো মঙ্গলবার নতুন করে ৭৭৮ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। কলকাতায় এদিন সুস্থ হয়েছেন ৬০১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।
মৃত্যুতে যদিও কলকাতার থেকে এগিয়ে উত্তর ২৪ পরগনা। কলকাতা লাগোয়া এই জেলায় মঙ্🧸গলবার করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। সংক্রমিত ৪৬২ জন। সুস্থ হয়েছ🥃েন ৪১৩ জন।
উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে এদিন ১১০ জন নতুন রোগীর খোঁজ মিলেছে। যার ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়াল। মঙ্গলবার দার্জিলি🐭ং জেলায় ৬২ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। 𒁃মৃত্যু হয়েছে ২ জনের।
গত কয়েক🗹দিকে পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধির হারে যেমন লাগাম পড়েছে তেমনই বেড়েছে সুস্থ⭕তার হার।