ফের বৃষ্টি নামতে চলেছে পশ্চিমবঙ্গে। উত্তর-পশ্চিম থেকে আসা হাওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরের থেকে ভেসে আসা বাষ্পর জেরেই এই বৃষ্টি হতে চলেছে। এদিকে বসন্তের শুরুতেও শীতের আমেজ রয়েছে বঙ্গে। তবে বৃষ্টির আবহে একলাফে অনেকটাই বাড়বে তাপমাত্রা। আবহাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ইডেনে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম ওয়েস্টইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচ বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হতে পারে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ আজকে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে৷ এর আগে গতকাল বুধবার, কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম৷আলিপুর আবহাত্তয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ ফেব্রুয়ারি আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে। ২০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। কলকাতা, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। ২০ তারিখই ভারত-ওয়েস্টইন্ডিজ তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ১৯ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে। দিন যত এগোবে দিনের তাপমাত্রাও আরও বাড়তে থাকবে। এদিকে উত্তরবঙ্গে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও দার্জিলিং ও কলিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।