বাংলার নির্মাণ শ্রমিকদের জন্য আবাসন প্রকল্প তৈরি করবে রাজ্য সরকার। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বড় পরিকল্পনা রাজ্য সরকারের। সূত্রের খবর, প্রায় ৪০ লক্ষ নির্মাণ শ্রমিক এর সুবিধা পেতে পারেন। আসলে যাঁরা সাধারণ মানুষের মাথায় ছাদ গড়ে দেন এবার তাঁদের মাথাতেই ছাদ দেবে রাজ্য সরকার। এক কথায় অভাবনীয় পরিকল্পনা। কিন্তু বাস্তবে কত নির্মাণ শ্রমিক এই সুবিধা পাবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। পুরোটাই কি নির্বাচনী ভাঁওতা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্টার্সদের তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলার ৪০ লক্ষ নির্মাণ শ্রমিকের জন্য় বিনামূল্যে আবাসন প্রকল্প আনছে রাজ্য সরকার। ভাবনা বাস্তবায়িত করতে তৎপর শ্রমদফতর। রাজ্যের বিভিন্ন জেলায় নির্মাণ শ্রমিকরা রয়েছেন। তাঁদের জন্য় নানা সামাজিক সুরক্ষা প্রকল্পও রয়েছে। তবে তাঁরা যে শুধু বাংলাজুড়ে কাজ করেন এমনটা নয়। বাংলা থেকে প্রচুর নির্মাণ শ্রমিক ভিনরাজ্যেও চলে যান। বাংলাতে কাজ না পেয়েই তাঁরা ভিনরাজ্যে চলে যান বলে বার বার অভিযোগ ওঠে। এবার সেই বাংলার নির্মাণ শ্রমিকদের জন্য় আবাসন তৈরির উদ্যোগ নেবে রাজ্য সরকার।এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিবার ভোটের সময় ভিনরাজ্য থেকে নিজের রাজ্যে ফিরে আসেন বাংলার শ্রমিকরা। তাঁদের ভোট নিজেদের অনুকূলে টানতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে দড়়ি টানাটানি শুরু হয়ে যায়। তবে নির্মাণ শ্রমিকদের জন্য় আবাসন প্রকল্পের বাস্তবে রূপায়ণ হলে গ্রামীণ এলাকায় শাসকদলকে অনেকটা সুবিধা দেবে, তা বলাই বাহুল্য।