অত্যাধিক গরমের কারণে গরম ছুটি বাড়ানো হয়েছিল। তার পর প্রায় এক মাস হতে চলল। এ বার স্কুল খুলবে কবে তা নিয়ে প্রশ্ন অভিভাবকদের। উত্তর জানতে চেয়ে মধ্য শিক্ষা পর্ষদ চিঠি দিল শিক্ষা দফতরকে।আগের সূচি অনুযায়ী ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল সরকারি স্কুলগুলিতে। কিন্তু তীব্র দাবদাহের কারণে ছুটি এগিয়ে এনে ২ মে করা হয়। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে। তার পরে আর কোনও নির্দেশিকা না এসে পৌঁছনোয় তৎপর হল পর্যদ। সূত্রের খবর আজ-কালের মধ্যেই এ নিয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।পূর্বনিদ্ধারিত সূচি অনুযায়ী পাঁচই জুন স্কুল খোলার কথা। ওই দিন থেকেই স্কুল খুলবে, নাকি অন্য কোনও দিন বেছে নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর।পষর্দ মনে করছে দীর্ঘ একা মাস ধরে ছুটি থাকার ফলে পুড়য়াদের পঠন-পাঠনে ক্ষতি হচ্ছে। অনেক অভিভাবকরাও এ নিয়ে অভিযোগ জানিয়েছেন।অতিরিক্ত পঠন-পাঠনগরমের ছুটির নির্দেশিকাতে বলা হয়েছিল, ছুটি এগিয়ে আনার ফলে যে পঠন-পাঠন ব্যাহত হবে তা অতিরিক্ত ক্লাস করে পূরণ করতে হবে। স্কুলের শিক্ষক-শিক্ষিককেই সেই ঘাটতি পূরণ করতে হবে। অতিরিক্ত ক্লাসের মাধ্যমে কী ভাবে এই ঘাটতি মেটানো সম্ভব তাও খতিয়ে দেখা হবে। অতিরিক্ত ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা।