বাকিবুর রহমান। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এদিকে সেই বাকিবুরের সংস্থাকে চালের বরাত দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। সেই বাকিবুর আবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিকে রাজ্যের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিলেন বাকিবু🐷রের ভাই।
সেই মামলায় রাজ্যের তরফে কী জানানো হল?
সেই মামলায় রাজ্যের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, বাকিবুরের অন্তত ১০০ কোটির সম্পত্তির হদিশ মিলেছে। নামে, বেনামে ও আত্মীয়দের নাম𝓡ে অন্তত ৯০টিরও বেশি সম্পত্তির হদিশ মিলেছে। অন্তত ৬টি সংস্থায় বাকিবুরের শেয়ার রয়েছে। সেই শেয়ার মিলিয়ে বাকিবুরের সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটিরও বেশি। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে রাজ্যের দাবি☂, ইডি যাকে গ্রেফতার করেছে, যার নামে বেনামে এত সম্পত্তি তাকে কি বরাত দেওয়া সম্ভব?তবে মামলাকারীদের দাবি, বাকিবুর এই সংস্থার অন্যতম একটি ডিরেক্টর।♋ অর্থাৎ কয়েকজন ডিরেক্টরের মধ্য়ে তিনিও অন্যতম। সেক্ষেত্রে যারা মামলা করেছেন, আর যারা ডিরেক্টর রয়েছেন কারোর বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ নেই। সেক্ষেত্র🍰ে কেবলমাত্র বাকিবুরের বিরুদ্ধে অভিযোগ। তাহলে কেন এই সংস্থার বরাত বন্ধ করে দেওয়া হল? কারণ বাকিবুর ছিলেন এই সংস্থার কেবলমাত্র একটা অংশ। সেক্ষেত্রে এই চালকলের বরাত এভাবে বন্ধ করাটা রাজ্যের ঠিক নয়। কারণ এই সংস্থার অন্যদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য আইন অনুসারে যদি তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকে তবে কেন বরাত দেওয়া হবে না? সেই প্রশ্ন তোলা হয়েছে।