রিকশার চাকায় আটকে যায় চুড়িদারের ওড়না। মুহূর্তে ফাঁস পড়ে গলায়। শেষে তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল পঞ্চাশোর্ধ্ব এক মহিলার। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কলকাতা বাঁশদ্রোণী থানা এলাকায়। সবিতা মিস্ত্রী নামে ওই মহিলাকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।জানা গিয়েছে, কয়েকদিন আগে সবিতাদেবীর ভাইয়ের মৃত্যু হয়। তাঁরই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনের ব্যাপারে এদিন কথা বলতে রিকশা করে যাচ্ছিলেন বাঁশদ্রোণীর ব্রহ্মপুর–বাদামতলা এলাকার সম্প্রীতি অ্যাপার্টমেন্টের আবাসিক সবিতা। সঙ্গে ছিলেন স্বামী নিরঞ্জন মিস্ত্রি ও ভাইয়ের স্ত্রী। এক মোটরচালিত রিকশায় যাচ্ছিলেন তাঁরা। কিছুটা পথ এগোতেই আচমকা সবিতাদেবীর চুড়িদারের ওড়না আটকে যায় রিকশার চাকায়। মোটরচালিত রিকশার গতি টানা রিকশার থেকে অনেকটাই বেশি। তাই সঙ্গে সঙ্গে গলায় ফাঁস লেগে যায় তাঁর। তাঁকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সবিতাদেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।স্বাভাবিকভাবেই এ ব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। তাই পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনা বলেই জানিয়েছে। কিন্তু এত দ্রুত এভাবে গলায় ওড়নার ফাঁস কীভাবে আটকে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের অনুমান, সাধারণ রিকশার থেকে মোটরচালিত রিকশার গতিবেগ অনেক বেশি হওয়ায় দ্রতু ওই মহিলার গলায় ওড়না পেচিয়ে যায়। এদিকে, ভাইয়ের মৃত্যুর পর দিদিরও এই মর্মান্তিক মত্যুর ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া।