Samsung Fab Grab Fest: সস্তায় মিলবে AC, স্মার্টফোন, ফ্রিজ, টিভি- অবিশ্বাস্য সেল শুরু হচ্ছে Samsung-এ
3 মিনিটে পড়ুন Updated: 03 May 2023, 11:13 PM IST- ক্রেডিট কার্ডে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পান। Samsung Fab Grab Fest-এ আপনার পুরনো স্মার্টফোন বা ট্যাবলেটের মতো পণ্যগুলির বিনিময়ে নতুন পণ্যের জন্য ট্রেড করার সময় Samsung সর্বোচ্চ বিনিময় মূল্যের প্রতিশ্রুতি দিচ্ছে. এই সব সুবিধা আর কোথায় পাবেন? স্টোরে কী কী আছে তা দেখে নেওয়া যাক -
স্মার্টফোন, ট্যাবলেট এবং স্মার্ট ভেয়ারেবেলস (পরিধানযোগ্য)
যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তাঁদের স্মার্টফোন আপগ্রেড করতে চাইছেন, তাঁদের জন্য Samsung সব দামের সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন মডেলগুলিতে কম্বো অফারগুলির একটি পরিসর শুরু করতে চলেছে - যেমন সবথেকে জনপ্রিয় , Galaxy S21 FE 5G, 5G (২৪,৯৯৯ টাকা থেকে শুরু) , Galaxy Z (৪২,৯৯৯ টাকা থেকে শুরু), (১১,৬৪০ টাকা থেকে শুরু) অথবা Galaxy M33 5G (১৪,১৪৯ টাক থেকে শুরু)।
টিভি। যেটির দাম ৭২,০০০ টাকার মধ্যে। আবার একটি WindFree Split AC কিনতে পারেন। যেটির দাম ৩৫,০০০ টাকার মধ্যে। একটি 6.5 kg টপ লোড ওয়াশিং মেশিন কিনতে পারেন। যেটির দাম ১৫,০০০ টাকার মধ্যে। এমনকী একটি 633L এর সাইড বাই সাইড রেফ্রিজারেটরও পাবেন Samsung Fab Grab Fest-র বিশেষ ডিলে। অবাস্তব শোনাচ্ছে, তাই না?